‘২০৪৭-র মধ্যে উন্নত দেশে পরিণত হবে ভারত”, গুজরাট থেকে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে বিশেষ কিছু ক্ষেত্রে অভাব থাকলেও আগামী কয়েক বছরে ভারত (India) উন্নত দেশে পরিণত হবে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গতকাল গুজরাটের (Gujrat) ভুজে একটি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে তিনি জানান, “২০৪৭ সালের মধ্যে উন্নত দেশের পর্যায়ে উঠে আসবে ভারত।”

শনি ও রবিবার, দুদিনের গুজরাটের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, গতকাল ভুজে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকল দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “বর্তমানে দেশের বিশেষ কিছু ক্ষেত্রে অভাব রয়েছে। তবে আমি বুঝতে পেরেছি যে, আগামী ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে ভারত। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে উঠে আসবো আমরা।” যদিও তাঁর এই মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, “২০২২ সাল পর্যন্ত যে সকল প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তা পালন করতে তিনি ব্যর্থ। এখন ২০৪৭-কে টার্গেট করে চলেছেন।”

উল্লেখ্য, দুদিনের গুজরাট সফরে প্রথম দিন ‘অটল সেতু’-র উদ্বোধন করেন মোদী। একইসঙ্গে আরো বেশ কয়েকটি কর্মসূচি ছিল তাঁর। সেই সূত্রে গতকাল ভুজের একটি জনসভায় পৌঁছে গিয়ে সকলের উদ্দেশ্যে বক্তৃতা রাখেন তিনি। গুজরাটের জনসভায় রাজ্যের পুরনো পরিস্থিতিও উঠে আসে প্রধানমন্ত্রীর গলায়। একাধিক সময় তাঁকে বেশ আবেগপ্রবণ হতে দেখা যায়।

অতীতের কথা তুলে ধরে মোদী বলেন, “বহু সময় পূর্বে যখন গুজরাটের উপর দিয়ে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় যাচ্ছিলো, তখন আমাদের রাজ্যকে বদনাম করার জন্য অনেকেই বিভিন্ন রকম চক্রান্ত করে। বিনিয়োগ না আসা থেকে শুরু করে রাজ্যের ক্ষতিসাধন করার অনেক ষড়যন্ত্র হয়। তবে সেই সকল ষড়যন্ত্রকে কাটিয়ে তুলে পরবর্তীতে গুজরাট উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়ায়। বর্তমানে বিশ্বের বৃহত্তম সিমেন্ট প্ল্যান্ট থাকার পাশাপাশি কচ্ছে এশিয়ার প্রথম স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছে। এটা আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত গর্বের।”

এরপরই তিনি বলেন, “কচ্ছের ভূমিকম্পের সময়ে দলের একজন সদস্য ছিলাম। সেই ভয়ংকর পরিস্থিতি কিভাবে সামাল দেব, কিছুই বুঝে উঠতে পারিনি। তবে শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিই, সকলের সঙ্গে থাকার চেষ্টা করব। পরবর্তীতে সেই পরিকল্পনা কাজে দেয়। বর্তমানে গুজরাট অন্যতম উন্নত রাজ্য। আমাদের লক্ষ্য হবে, ২০৪৭ এর মধ্যে ভারতকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিণত করা।”

Untitled design 2022 08 26T182133.128

উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ চলাকালীনও প্রধানমন্ত্রী বলেন, “আগামী ২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে” আর এদিন ফের একবার সেই প্রতিশ্রুতিই শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।

Sayan Das

সম্পর্কিত খবর