‘কেষ্টর মতো ছেলে হয় না” TMCP-র সভায় অনুব্রত প্রশংসা মুখ্যমন্ত্রীর, নিলেন পার্থরও নাম

বাংলাহান্ট ডেস্ক : সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হওয়ার পর বেহালা সভা থেকে কেষ্ট মণ্ডলের পাশে থাকার বার্তা দেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেও গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দরাজ প্রশংসা শোনা গেল তাঁর গলায়। তবে বহুদিন পর এদিনই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নামও করেলেন তিনি। অভিযোগ করলেন, গভীর চক্রান্ত চলছে তৃণমূলের(TMC) বিরুদ্ধে।

2b9c5ff7 12be 4f57 9b95 4edc53af3fe3

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলে তৃণমূল। দলের সমস্ত পদ ও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ক্ষেত্রে বিষয়টা একটু অন্য রকম। তাঁর গ্রেফতার হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘কেন গ্রেফতার করা হল কেষ্টকে?’ এবার আরও একবার অনুব্রতর গ্রেফতারি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘কেষ্টর মতো সাহায্যকারী ছেলে হয় না।’ তবে শুধু কেষ্ট নয়, পার্থ চট্টোপাধ্যায়ের নামও শোনা যায় দলনেত্রীর মুখে। তিনি বলেন, ‘পার্থ কী করেছে আমি জানি না। সেটা বিচারাধীন, তবে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে। মারাত্মক চক্রান্ত চলছে।’

d6b91650 6a0d 4605 badd 1a9d6495e714

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূলের মনোবলকে ভেঙে দিতেই ইডি, সিবিআই ক্রমাগত অভিযান করে চলছে। তিনি বলেন, ‘আজ অভিষেক এত ভাল বক্তৃতা দিল। আগামিকাল হয়তো অভিষেককেই ডাকবে। ওর ২ বছরের বাচ্চাটাকেও ডাকতে পারে কোনদিন। এরপর হয়তো ববি, চন্দ্রিমা-সহ আরও অনেককে ডাকবে।’ এরপরই আমজনতাকে উদ্দেশ করে মমতা বলেন, ‘কাল যদি ফিরহাদকে গ্রেফতার করা হয়, টাকা দেখানো হয়, জানবেন পুরোটা আগে থেকেই সাজানো ছিল।’


Avatar
Sudipto

সম্পর্কিত খবর