কবে লঞ্চ হচ্ছে Jio-র 5G? দিনক্ষণ জানিয়ে দিল মুকেশ আম্বানির সংস্থা

বাংলাহান্ট ডেস্ক : আমজনতার মুখে মুখে শোনা যাচ্ছে জিও ফাইভ জি-র কথা। কারণ 5G স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে ।সেখানে Reliance Jio সবথেকে বেশি খরচ করেছে। কিন্তু জিও ফাইভ জি কবে আসতে চলেছে বাজারে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় Jio -র 5G লঞ্চের দিনক্ষণ জানিয়ে দিলেন মুকেশ আম্বানি।

তিনি জানিয়েছেন চলতি বছর দীপাবলির আগেই দেশের 4টি বড় শহরে Jio শুরু করবে 5G পরিষেবা। কোন কোন শহর রয়েছে এই তালিকায়?প্রথমেই কলকাতার নাম রয়েছে। কলকাতা ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লিতে শুরু হতে চলেছে রিলায়েন্স 5G নেটওয়ার্ক। এমনকি এও জানানো হয়েছে 4টি বড় শহরে 5G পরিষেবা শুরুর পরেই ধীরে ধীরে গোটা দেশে 5G নেটওয়ার্ক বিস্তারের কাজ শুরু করবে Jio।

পাশাপাশি মুকেশ আম্বানি বলেন, 2023 সালের ডিসেম্বরের মধ্যে গোটা দেশের সব পাড়ায় পৌঁছে যাবে Jio-র 5G পরিষেবা। পাশাপাশি তার আরোও সংযোজন, 5G নেটওয়ার্ক কোন ভাবেই 4G নেটওয়ার্কের উপরে নির্ভরশীল হবে না। 5G নেটওয়ার্কের মাধ্যমে কোম্পানির গ্রাহকরা আলট্রা হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।JIO 5G 1

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন অক্টোবরের মধ্যে দেশে 5G পরিষেবা শুরু হবে। তিনি বলেন প্রথম ধাপে দেশের 13টি বড় শহরে এই পরিষেবা শুরু হবে। 15 অগাস্ট লাল কেল্লা থেকে ভাষণেও নরেন্দ্র মোদীর 5G লঞ্চের কথা জানিয়ে ছিলেন । এমনকি 5G নেটওয়ার্কে 4G নেটওয়ার্কের থেকে 10 গুণ বেশি স্পিড পাওয়া যাবে বলেও শোনা গেছিলো।এবারে সেই কথা তেই শিলমোহর দিলেন মুকেশ আম্বানি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর