বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডার্বি জয়ের পর আনন্দে মেতেছিলেন সবুজ মেরুণ সর্মথকরা। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এটিকে মোহনবাগানের কোন ফুটবলার গোল করতে না পারলেও ইস্টবেঙ্গলের ই ফরোয়ার্ড সুমিত পাশের আত্মঘাতী গোলে ১-০ ফলে ডার্বি জিতেছিল লিস্টন কোলাসরা। কিন্তু তারপরেও দুশ্চিন্তা পুরোপুরি কাটছে না এটিকে মোহনবাগান ভক্তদের কারণ এখনও তাদের নক-আউটে যাওয়া নিশ্চিত নয়।
এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের গ্রুপে থাকা মুম্বাই সিটি এফসি তাদের প্রথম তিন ম্যাচে দুটি জিতে এবং একটি ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল খেলা একপ্রকার নিশ্চিত করে ফেলেছে। প্রথম দুই ম্যাচে তাদের খুব একটা ছন্দে না দেখালেও রাজস্থানকে তারা ৫-১ ফলে উড়িয়ে দিয়েছে গতকাল। এই মুহূর্তে দ্বিতীয় জায়গা নিয়ে লড়াই চলবে এটিকে মোহনবাগান ও রাজস্থান ইউনাইটেডের মধ্যে।
রাজস্থান ইউনাইটেডের কাছে হারের পর এবং মুম্বাইয়ের বিরুদ্ধে ড্রয়ের পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমে ডুরান্ডে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল এটিকে মোহনবাগান। এইমুহূর্তে তাদের পয়েন্ট সংখ্যা ৪। সমসংখ্যক ম্যাচ খেলে রাজস্থানেরও পয়েন্ট এই মুহূর্তে ৪, কিন্তু যেহেতু এটিকে মোহনবাগান রাজস্থানের কাছে হারের মুখ দেখে ছিল তাই head-to-head-এর বিচারে তারা তৃতীয় স্থানে রয়েছে।
ডুরান্ডের নিয়ম অনুযায়ী গোল পার্থক্যে কোনও দল এগিয়ে থাকলেও তা ততক্ষণ দেখা হবে না যতক্ষণ দুই দলের মধ্যে পারস্পরিক ম্যাচটি ড্র হবে। যেহেতু রাজস্থান ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান তাই দুজনেই যদি নিজেদের শেষ ম্যাচটি যেতে তাহলেও রাজস্থান ইউনাইটেড পরবর্তী রাউন্ডের জন্য ছাড়পত্র পাবে। দুই দলেরই এখনও খেলা বাকি রয়েছে গ্রুপের সবচেয়ে দুর্বল দল ইন্ডিয়ান নেভির সাথে। দুই দলই নিজেদের শেষ ম্যাচে জয় পাবে এমনটা আশা রয়েছে। কোনওভাবে যদি রাজস্থান ইউনাইটেড বনাম নেভি ম্যাচে নেভিতে যায় কিংবা ম্যাচটি ড্র হয় আর মোহনবাগান নিজেদের শেষ ম্যাচে জেতে, তাহলেই পরবর্তী পর্যায়ের টিকিট পাবে সবুজ-মেরুন শিবির।
প্রায় অসম্ভবের সামিল হলেও ইস্টবেঙ্গলেরও এখনও পরবর্তী রাউন্ডে যাওয়ার খাতায়-কলমে একটি সুযোগ থাকছে। সেই জন্য নিজেদের শেষ ম্যাচে মুম্বাইকে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে হারাতে হবে লাল-হলুদ বাহিনীকে, যা দুই দলের সাম্প্রতিক ফর্মের বিচারে একপ্রকার অসম্ভবই বটে। আর যদি এই অসম্ভব কাজটি হয়েও যায় তাহলে দেখতে হবে এটিকে মোহনবাগান এবং রাজস্থান ইউনাইটেড নিজেদের শেষ ম্যাচে যেন হেরে যান বা খুব বেশি হলে দুই দলই যেন ড্র করে। যদি এমনটা হয় তাহলে এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং রাজস্থান ইউনাইটেড প্রত্যেকেই একটি ম্যাচে জয়, দুটি ম্যাচে ড্র এবং একটি ম্যাচে হারের মুখ দেখে সমান পয়েন্ট (৫) নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান করবে এবং ইস্টবেঙ্গল যেহেতু ৩ গোলের ব্যবধানে মুম্বাইকে হারাচ্ছে তাই গোল পার্থক্যে এগিয়ে থেকে তারা পরবর্তী রাউন্ডে যাবে। তবে এতগুলো যদি মেলার সম্ভাবনা নেই বললেই চলে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!