একই অঙ্গে দুই রূপ, শরীর ঢেকে গণেশ ভজন গাইলেন ‘সংষ্কারি’ উরফি! দেখে চোখ কপালে নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: উরফি জাভেদ (Urfi Javed), নেটদুনিয়ার দৌলতে এই নামটার সঙ্গে এখন পরিচিত প্রায় সকলের কাছেই। বিচিত্র ফ‍্যাশন সেন্স, উদ্ভট পোশাক আশাক আর অর্ধনগ্ন স্টাইলের জন‍্য দ্রুত জনপ্রিয়তার চূড়ায় উঠেছেন তিনি। দিন দিন পোশাকের পরিমাণ কমতে কমতে এখন একরকম অনাবৃত হয়েই ক‍্যামেরার সামনে আসেন উরফি।

তবে চমক দিতেও খুব ভাল পারেন তিনি। বেশিরভাগ সময়েই উদ্ভট পোশাক পরে সারপ্রাইজ দেন উরফি। কখনো সর্বাঙ্গে ফুল লাগিয়ে, কখনো তার, কখনো ব্লেড, আবার কখনো স্রেফ রাঙতা লাগিয়ে সর্বসমক্ষে আসেন উরফি। তাঁর টপলেস অবতারের জন‍্য প্রচুর সমালোচনাও হয়। তবে এবার ‘সংষ্কারি’ সাজে নেটিজেনদের সমস্ত অভিযোগ মিটিয়ে দিলেন উরফি।

urfi javed as
আগামী কাল গণেশ চতুর্থী। গোটা মহারাষ্ট্র জুড়ে ধুমধাম করে পালন করা হয় গণপতি বাপ্পার পুজো। অংশ নেন বহু বলিউড তারকাও। তাই গণেশ পুজোর আগে ফ‍্যাশন নিয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি উরফি। গোলাপি সালোয়ার কামিজে সেজে গণেশ ভজনও গেয়েছেন তিনি।

শঙ্কর মহাদেবনের গাওয়া ‘শ্রী গণেশায়া ধীমহি’র সঙ্গে গলা মিলিয়েছেন উরফি। ক‍্যাপশনে লিখেছেন, ‘গণপতি বাপ্পা মোরেয়া!! না, আমি ইন্ডিয়ান আইডলের জন‍্য অডিশন দিচ্ছি না, কারোর যদি বিচারক হতে হয় তাহলে আদালতে চলে যান! আমি জানি আমি গাইতে পারি না!’

দুদিন আগেই টপলেস অবস্থায় ধরা দিয়েছিলেন উরফি। ঊর্দ্ধাঙ্গে পোশাকের লেশমাত্র নেই। স্রেফ রূপোলি রাঙতায় বুক ঢেকে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। সাজের ধরণ এক্কেবারে অন‍্য রকম তাতে সন্দেহ নেই। কিন্তু উরফির এই সাজ প্রশংসিত হওয়ার দেখে বেশি সমালোচিত হয়েছে।

https://www.instagram.com/reel/Ch30s9pDqWB/?igshid=YmMyMTA2M2Y=

একজন লিখেছেন, অনেক হয়েছে এবার বন্ধ করুন। আপনার মানসম্মান নাই থাকতে পারে কিন্তু অন‍্যদের আছে। আরেকজন আবার উরফিকে ‘কাজু বরফি’ বলেও কটাক্ষ‌ করেছেন। এর মধ‍্যেও কয়েকজন উরফির সাহস এবং ফ‍্যাশন সেন্সের প্রশংসা করেছেন। তবে এবারে সংষ্কারি সাজে ধরা দিয়ে তিনি প্রমাণ করে দিলেন, উরফি সবটাই পারেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর