বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে ভারত ম্যাচ জিতেছে তা যে কোনও নিরপেক্ষ ক্রিকেটপ্রেমীর কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক। ম্যাচের শেষ ওভার অবধি দুই দলই লড়াইয়ে ছিল। শেষপর্যন্ত ভারত যে জিততে পেরেছে তার একটা বড় কারণ হল হার্দিক পান্ডিয়া। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজারাও ভালো পারফরম্যান্স করেছেন। কিন্তু হার্দিক পান্ডিয়া রবিবার সকলকে ছাপিয়ে গিয়ে নিজের জীবনের অন্যতম সেরা একটি পারফরমেন্স করেছিলেন।
রবিবার বাবর আজমকে দ্রুত হারানোর পর যখন মহম্মদ রিজওয়ান এবং ইফতিকার আলী মিলে পাকিস্তানকে ধীরে ধীরে ভদ্রস্থ স্কোরের দিকে টেনে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই মঞ্চে অবতীর্ণ হন পান্ডিয়া। দুই সেট ব্যাটারকে ফিরিয়ে পাকিস্তানকে দেড়শোর মধ্যে আটকাতে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। তারকা অলরাউন্ডার রবিবার ৩ উইকেট নেওয়ার পাশাপাশি অত্যন্ত কৃপণ বোলিং করেছিলেন। নিজের ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়েছিলেন পান্ডিয়া।
এরপর ব্যাট করতে নেমে ভারত প্রথম ১০ ওভারের মধ্যেই বেশি রান তুলতে না পারার পাশাপাশি হারিয়ে ফেলেছিলেন ভারতীয় ব্যাটিং লাইনআপের তিন স্তম্ভ লোকেশ রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। এরপর সূর্যকুমার যাদব এবং রবীন্দ্র জাদেজা দীর্ঘক্ষন উইকেটের পতন রোধ করে রাখেন কিন্তু রানের গতি তারা বাড়াতে পারছিলেন না। এমন অবস্থায় বড় শট খেলতে গিয়ে সূর্য কুমার যাদব বোর্ড হলে মাঠে আসেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে অসাধারণ ভাবে ভারতকে ম্যাচ দিয়ে দেন। নিজে ৩৭ রানের একটি অপরাজিত ইনিংস খেলে শেষ অবধি থেকে ভারতের জয় নিশ্চিত করে আসেন হার্দিক।
এই দুর্দান্ত পারফরম্যান্স এরপর গোটা ক্রিকেট বিশ্ব হার্দিক পান্ডিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। এর আগে খুব কম ক্রিকেটারই নিচের অত বড় চোট কাটিয়ে উঠে নিজেকে আরও উন্নত করে তুলতে পেরেছিলেন। ভুবনেশ্বর কুমার ম্যাচের পরের বলেই দিয়েছিলেন যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় হাতিয়ার হতে চলেছেন হার্দিক পান্ডিয়া। তার সেই কথাটা সঙ্গে বেশিরভাগ ক্রিকেটপ্রেমী হয়তো একমত হবেন। কাল নিজের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের পর যুবরাজ সিংহের একটি রেকর্ড ভেঙ্গে ফেলেছেন হার্দিক পান্ডিয়া।
রবিবার অবধি টি-টোয়েন্টি ফরম্যাটে যুবরাজ সিং ছিলেন এক বছরে দশ বা তার বেশি উইকেট নেওয়া ভারতীয় অলরাউন্ডারদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০১২ সালে তিনি দশের বেশি উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন ২২৪ রান। হার্দিক পান্ডিয়া (৩১৪) রানের ভিত্তিতে তাকে আগেই পেছনে ফেলেছিলেন। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তার চলতি বছরে টি-টোয়েন্টি ফরম্যাটে দশম উইককেটটি আসে এবং তিনি যুবরাজ সিংকে টপকে যান।