রশিদ, মুজিবুরের দুর্দান্ত বোলিংয়ের পর নাজিবুল্লাহর ব্যাটে ভর করে বাংলাদেশ বধ আফগানিস্তানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং পাকিস্তানের পরে এশিয়ান ক্রিকেটের তৃতীয় শক্তি হিসেবে বাংলাদেশের যে দর্প ছিল তা আজ পূর্ণ হল। মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার মত ক্রিকেটাররা বেরিয়ে যাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার ক্রিকেট তার পুরনো জৌলুস হারিয়েছে। মাঝে কয়েক বছর বাংলাদেশে ভরসা দেখিয়েছিল যে তারা হয়তো ক্রিকেট বিশ্বের একটা উন্নত শক্তি হয়ে উঠবে। কিন্তু এশিয়া কাপের আজকের ম্যাচের পর নিঃসন্দেহেই বলা যায় যে ভারত এবং পাকিস্তানের পরে এই মুহূর্তে এশিয়ান ক্রিকেটের তৃতীয় শক্তি হলো আফগানিস্তান।

আজকে গ্রুপ পর্যায়ে নিজেদের দ্বিতীয় এবং শেষ ম্যাচ খেলতে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলেন রশিদ খানরা। গত ম্যাচে শ্রীলঙ্কাকে কার্যত গুঁড়িয়ে দিয়ে জয় পেয়েছিল আফগানিস্তান। অপরদিকে আজ বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করেছিল। একটা সময় এসে মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তো ম্যাচটা নিয়ে বেরিয়ে যাবে। বিশেষত সাকিব আল হাসানের দুরন্ত বোলিংয়ের পর ম্যাচের বেশ কিছুটা জাঁকিয়ে বসে ছিল বেঙ্গল টাইগারেরা। কিন্তু নাজিবুল্লাহ জাদরানের বিধ্বংসী ইনিংসে ভর করে ৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতে নিল মহম্মদ নবীর দল।

n zadran 1

আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু আফগানিস্তানের দুই তারকা বোলার মুজিবুর রহমান এবং রশিদ খানের ঘূর্ণিতে নাজেহাল হয়ে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। এক সময়ে ১১ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল বেঙ্গল টাইগার। রানরেটও ছিল অতি লজ্জাজনক।

সেখান থেকে মোসাদ্দেক সৈকতের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একসময় যাদের থেকে ১০০ রান বেরোবে কিনা সন্দেহ হচ্ছিল সেই দলকেই সৈকত পৌঁছে দেন ১২৭ অবধি। আমাকে কিছুটা সংঘ দিয়েছিলেন মাহমুদুল্লাহ (২৫) এবং মেহেদী হাসান (১৪)। শেষ পর্যন্ত ৩১ বলে ৪৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলে নট আউট থেকে যান সৈকত। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন মুজিবুর। সমসংখ্যক ওভার হাত ঘুরিয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন রশিদ খান।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ অধিনায়ক সাকিবের স্পিনের ফাঁদে পড়ে অস্বস্তিতে ভুগতে থাকেন শ্রীলঙ্কা ম্যাচে নায়ক হওয়া দুই ওপেনার। প্রথম ১০ ওভারে মাত্র ৪৮ রান তুলতে সক্ষম হয় আফগান টপ অর্ডার। এরই মধ্যে তারা হারিয়ে ছিলেন তাঁদের দুই ওপেনারকে। এরপর উইকেটের এক প্রান্ত ধরে রাখেন ইব্রাহিম জাদরান। ১৩ তম ওভারে আফগান অধিনায়ক মহম্মদ নবী আউট হলে ব্যাট করতে আসেন নাজিবুল্লাহ জাদরান। তখনও ৭ ওভারে ৬৬ রান করতে হতো বাংলাদেশকে। সেখানথেকে ব্যাট হাতে ঝড় তোলেন নাজিবুল্লাহ। ১৮ তম ওভারে সৈয়ফুদ্দিনের বলে দুটি চার এবং দুটি ছক্কা সহযোগে ২২ রান করেন তিনি। শেষপর্যন্ত অপরাজিত থাকেন ১৭ বলে ৪৩ রান করে। মেরেছেন ৬টি ছক্কা। অপরদিকে ইব্রাহিম ধীরস্থির ব্যাটিং করে ৪১ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে প্রথম এশিয়া কাপের সেকেন্ড রাউন্ডে পৌঁছে গেল আফগানিস্তান। শ্রীলংকা এবং বাংলাদেশের মধ্যে ম্যাচে নির্ধারিত হবে যে ওই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা দ্বিতীয় রাউন্ডে যাবে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর