বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলায় নিয়োগ থেকে শুরু করে কয়লা এবং গরু পাচার সংক্রান্ত একাধিক দুর্নীতি মামলা সামনে এসে চলেছে। এ সকল ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একইসঙ্গে গরু পাচার মামলায় সম্প্রতি কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে। তবে এর মাঝে বাংলায় পুলিশ কর্মীদের জন্য নজিরবিহীন ঘোষণা করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আগামীকাল পুলিশ দিবস। তার পূর্বে এদিন বাংলার সকল পুলিশ কর্মীদের জন্য এক বিশেষ চমক নিয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, এবার থেকে পুলিশের চাকরি পেতে গেলে বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৩০ বছর। এতদিন পর্যন্ত তা ২৭ থাকলেও এদিন সেই সময়সীমা তিন বছর বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, পুলিশ দিবসের একদিন পূর্বে মুখ্যমন্ত্রী জানান, “পুলিশ দিবস উপলক্ষ্যে আমাকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আমি বলে রাখি, আমাদের সরকার উপরতলা এবং নিচুতলা সকলের জন্যই কাজ করে চলেছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনরকম তারতম্য করা হয় না। তাই আজ আমরা গোটা রাজ্যের জন্য কয়েকটি সিদ্ধান্ত নিতে চলেছি।”
পরবর্তীতে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশে চাকরির ক্ষেত্রে অতীতে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর থাকলেও সেটাকে বাড়িয়ে এবার ৩০ বছর করা হলো। এছাড়াও চাকরি করার সময় যদি কেউ মারা যান, তবে তার পরিবারের ক্ষেত্রে দেওয়া হবে অনেক ছাড়। একই সঙ্গে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা অতীতে তাদের প্রমোশনের জন্য ২৭ বছর বয়স পর্যন্ত apply করতে সক্ষম হতো, তবে এবার থেকে সেই সীমা বৃদ্ধি করে ৩৫ বছর করা হলো।”
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী পুলিশকর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও একাধিক ঘোষণা করেন। তিনি জানান, “কলকাতা এবং রাজ্য পুলিশের ড্রাইভাররা যথাক্রমে ১১৫০০ এবং ১৩৫০০ টাকা বেতন পেতেন। তবে এবার থেকে তাদের বেতন বৃদ্ধি করা হবে। সকলের বেতন হতে চলেছে যথাক্রমে ১৩৫০০ এবং ১৫০০০ টাকা।” এছাড়াও চুক্তিভিত্তিক ড্রাইভারদের ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধা প্রদানের কথা এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।