বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) যে শুধু হিন্দি ইন্ডাস্ট্রিরই লোকজনদের, এমনটা কিন্তু নয়। অন্যান্য ভাষার বিনোদন ইন্ডাস্ট্রি থেকেও অভিনেতা অভিনেত্রীরা পা রাখেন বলিউডে। বলিউড তারকারাও আসেন। কিন্তু অন্য ইন্ডাস্ট্রিতে বলিউড তারকারা যতটা কদর পান, ততটা কিন্তু অন্য ইন্ডাস্ট্রির তারকারা পান না। এমনকি দীর্ঘ ২২ বছর ধরে কাজ করলেও বলিউডে এখনো প্রাপ্য পরিচিতিটা পাননি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।
২২ বছর আগে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন স্বস্তিকা। টলিউড বলিউড মিলিয়ে নাগাড়ে কাজ করে চলেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা। বলিউডে ৭ বছর হয়ে গেল তাঁর। ২০১৫ সালে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ দিয়ে ডেবিউ করেছিলেন তিনি।
এই ক বছরে বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন স্বস্তিকা। অথচ বিনিময়ে যে প্রাপ্য সম্মান, কৃতিত্ব পাওয়ার কথা তা পাননি তিনি। সম্প্রতি এমনি একটি বিষয় লক্ষ্য করে ফুঁসে ওঠেন স্বস্তিকা। আসলে আগামীতে ‘কালা’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবির হাত ধরেই ডেবিউ করতে চলেছেন প্রয়াত ইরফান খানের বড় ছেলে বাবিল। এছাড়াও রয়েছেন ‘বুলবুল’ খ্যাত তৃপ্তি দিমরি। ছবির ঘোষনা করে সম্প্রতি একটি টুইট করেন প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। সেখানে অন্য দুই অভিনেতা অভিনেত্রীর নাম থাকলেও উহ্য ছিল স্বস্তিকার নাম।
পালটা টুইটে ট্রেড অ্যানালিস্টকে উদ্দেশ্য করে অভিনেত্রী লেখেন, ‘স্যার আমার নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘কালা’ আমারও ছবি। আমি মুম্বইয়ের না হতে পারি, কিন্তু ২২ বছর ধরে কাজ করছি। আমি খুশি হব যদি আপনি আমার ছোট নামটা বড় নামদের সঙ্গে উল্লেখ করেন। আগাম ধন্যবাদ।’
Sir, my name is Swastika Mukherjee, #Qala belongs to me as well, I don’t hail from mumbai but have been working for 22 years now, it would be great if you mention my small name along with the BIG ONES. Thank you in advance 🙏🏼 https://t.co/1nO6MCmiYh
— Swastika Mukherjee (@swastika24) August 30, 2022
উত্তরে ট্রেড অ্যানালিস্ট লেখেন, ‘বিষয়টা আমার নজরে আনার জন্য ধন্যবাদ। আরেকটি টুইট করেছি।’ কিন্তু এত সহজে ব্যাপারটা ভুলে যেতে রাজি নন স্বস্তিকা। তীব্র কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘স্যার, আমি জিরো সাইজের তো নই, আর নেটফ্লিক্স কাস্টদের তালিকাও নিশ্চয়ই পাঠিয়েছে। বাংলার অভিনেত্রী তাই দেখতে পাননি। কোনো অসুবিধা নেই। আপনি ভুলতে থাকবেন আর আমি দেখাতে থাকব।’