বাংলাহান্ট ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’র (Laal Singh Chaddha) ভরাডুবির পর থেকেই এক রকম মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমির খান (Aamir Khan)। চার বছর ধরে বানানো ছবি ফ্লপ হওয়ার সঙ্গে সঙ্গে জলে গিয়েছে টিমের পরিশ্রম এবং বাজেট ১৮০ কোটি টাকা। লাল সিংয়ের ব্যর্থতার পর নিজের পরিবারের সঙ্গে মার্কিন মুলুকে চলে গিয়েছেন আমির।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনেক দিন আগেই বিসর্জন দিয়েছেন তিনি। তাই আমির খান প্রোডাকশন হাউসের তরফে ক্ষমা প্রার্থনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিও আপাতত চর্চায় নেটপাড়ায়।
কালো ব্যাকগ্রাউন্ড, ‘কাল হো না হো’ র মিউজিকের সঙ্গে ক্ষমা প্রার্থনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে আমির খান প্রোডাকশনের তরফে। স্ক্রিনে লেখা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তিকে কথাগুলো বলতেও শোনা যায়। কিন্তু ক্ষমা প্রার্থনার বিবৃতিতেও এত বানান ভুল দেখে ফের ক্ষেপেছেন নেটনাগরিকরা।
বিবৃতিতে লেখা, ‘আমরা সবাই মানুষ আর ভুল আমাদের দ্বারাই হয়। কখনো কথায়, কখনো আচরণে, কখনো অজান্তে, কখনো রাগের বশে, কখনো মজা করে, কখনো কথা বন্ধ করে দেওয়ায়। যদি আমি কখনো কোনো ভাবে আপনাদের মনে আঘাত করে থাকি, তাহলে মন থেকে ক্ষমা চাইছি।’
কিন্তু এই বিবৃতিতে একাধিক ভুল বানান উল্লেখ করেছেন নেটিজেনরা। বানান ভুলের চোটে ‘মানুষ’ লিখতে গিয়ে ‘পাগল’ লেখা হয়েছে বিবৃতিতে। অর্থাৎ লাইনটা দাঁড়াচ্ছে,’আমরা সবাই পাগল!’ শুধু তাই নয়, ‘ক্ষমা’ বানানও ভুল লেখা হয়েছে।
আমিরের প্রোডাকশন হাউসের টুইটের উত্তরে বিচিত্র সব মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, নির্ঘাৎ হ্যাক করা হয়েছে অ্যাকাউন্ট। এটা আমিরের কণ্ঠস্বর নয়। আবার কারোর মন্তব্য, হিন্দু দেবদেবীদের অপমান করেছেন, দেশকে অপমান করেছেন। এখন ক্ষমা চেয়েও কোনো লাভ হবে না। কিন্তু অদ্ভূত ভাবে ভিডিওটি ভাইরাল হতেই ডিলিট করে দেওয়া হয়েছে।
লাল সিং চাড্ডা মুক্তির অনেক আগে থেকেই বয়কটের ডাক দেওয়া হচ্ছিল। কারণ একটি নয়, একাধিক। নায়ক নায়িকার পুরনো কিছু মন্তব্য নতুন করে টেনে এনে ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটনাগরিকদের একাংশ। কারোর বক্তব্য, আমির একবার বলেছিলেন যে তাঁর স্ত্রী ভারত ছেড়ে চলে যাওয়ার দাবি তুলেছিলেন। কারণ এই দেশের মানুষ নাকি অসহিষ্ণু।
দেশকে অসম্মানের অভিযোগ তুলে এখন নেটনাগরিকরা আমির ও লাল সিং চাড্ডাকে বয়কটের ডাক তুলেছেন। আমির একবার বলেছিলেন, শিবলিঙ্গে দুধ ঢেলে নষ্ট না করে বরং ওই টাকায় দরিদ্র শিশুদের খাওয়ানো উচিত। ২০২০ তে যখন বলিউডের বিরুদ্ধে বিক্ষোভের ঢেউ উঠেছে দেশজুড়ে, তখন করিনা বলেছিলেন পছন্দ না হলে ছবি দেখবেন না। কেউ জোর করবে না।
পরবর্তীকালে এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন আমির। দাবি করেছিলেন, তিনি নিজের দেশকে অসম্মান করেননি। দর্শকরা যেন তাঁর ছবি বয়কট না করে। কিন্তু কোনো লাভ হয়নি। ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন লাল সিং চাড্ডার প্রযোজকরা।