সব ধর্মকে সম্মান করতে শিখিয়েছেন মা, অমৃতাকে নিয়ে গণপতি বাপ্পার পুজো করলেন সারা

বাংলাহান্ট ডেস্ক: তিনি মন্দিরেও যান আবার মসজিদেও যান। ভিন্নধর্মী হয়ে হিন্দু উৎসবে যোগদান করায় নিন্দার মুখে পড়েন। তবুও নিজেকে বদলানোর পক্ষপাতী নন সারা আলি খান (Sara Ali Khan)। তাঁর মা অমৃতা সিং হিন্দু হলেও বাবা সইফ আলি খানের পদবীই ব্যবহার করেন সারা। কিন্তু তিনি মায়ের আদর্শে বিশ্বাসী। সব ধর্মকে সম্মান করতে শিখিয়েছেন অমৃতা। আর মায়ের শিক্ষা সঙ্গে নিয়েই জীবনের পথে চলতে চান সারা।

সম্প্রতি নিজেদের বাড়িতে গণেশ চতুর্থী পালন করেন অভিনেত্রী। গণপতি বাপ্পাকে সাদরে বাড়িতে স্বাগত জানিয়েছেন সারা অমৃতা। ফুলের মালা, ফল, মিষ্টি, মোদকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন পুজোর জায়গা। উৎসব উপলক্ষে হলুদ ও কমলা সালোয়ার কামিজে সেজেছিলেন সারা। সঙ্গে মানানসই কানের দুল এবং হাতে একগোছা চুড়ি।

sara 2
ঘিয়ে রঙা সালোয়ার কামিজের সঙ্গে প্রিন্টেড ওড়না নিয়ে সেজেছিলেন অমৃতা। ছবি শেয়ার করে সারা লেখেন, ‘শুভ গণেশ চতুর্থী। গণপতি বাপ্পা মোরেয়া’। সইফ আলি খানের বোন সাবা আলি খানও কমেন্টে সারা ও প্রাক্তন বৌদি অমৃতাকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

নেটনাগরিকরাও উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন সারাকে। হিন্দু উৎসবের প্রতি তাঁর আগ্রহের প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু প্রতি বারের মতোই নেটিজেনদের একাংশ মোটেই সারার এই পোস্ট ভালভাবে নেননি। যদিও সারার অন্যান্য পোস্ট থেকেই স্পষ্ট, এই ধরনের নেতিবাচকতাকে তিনি বিশেষ পাত্তা দেন না।

https://www.instagram.com/p/Ch7X2xpPDnG/?igshid=YmMyMTA2M2Y=

সইফ অমৃতার যখন বিচ্ছেদ হয় তখন সারা অনেকটাই ছোট। তবে সন্তানদের তাঁদের বাবার থেকে দূরে করে দেননি অমৃতা। সইফের দ্বিতীয় বিয়েতেও গিয়েছিলেন সারা। এখন সৎ মা করিনা ও ছোট দুই ভাইয়ের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছে তাঁর। মাঝে মধ্যেই এই দ্বিতীয় পরিবারের সঙ্গে সময় কাটান সারা ইব্রাহিম।

Niranjana Nag

সম্পর্কিত খবর