গার্হস্থ্য হিংসার শিকার AAP-র মহিলা বিধায়ক, পাশে নেই দলও! সরব হলেন নারী কল্যাণ মন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : একটি ভাইরাল ভিডিও। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে একজন মহিলাকে ঘিরে বেশ কয়েকজন পুরুষ। তাঁদের মধ্যে তর্ক-বির্তক চলছে। হঠাৎই একজন পুরুষ সজোরে থাপ্পড় মারলেন সেই মহিলাকে। এই হঠাৎ আঘাত মহিলা সামলাতে না পেরে পড়ে যাওয়ার মুহূর্তেই অন্যরা তাঁকে ধরে ফেলেন।(AAP MLA)

ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল। পরে জানা যায়, আক্রান্ত ওই মহিলা পাঞ্জাবের একজন বিধায়ক এবং চড় মেরেছেন তাঁরই স্বামী। পাঞ্জাবের (Punjab) তালওয়ান্দি সাবো থেকে নির্বাচিত আম আদমি পার্টির বিধায়ক অধ্যাপক বলজিন্দর কৌরের পারিবারিক হিংসার ঘটনায় সরব হয়েছে রাজ্যের মহিলা সংগঠনগুলি।

বিধায়ক বলজিন্দর এবং তাঁর স্বামী সুখরাজ বল এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী ভগবৎ সিং মান ও তাঁর দল আপ। কেন বিধায়কের স্বামীকে এখনও পুলিশ গ্রেফতার করেনি তা নিয়ে সরব বিরোধীরা। একজন মহিলা বিধায়কই যদি এভাবে পারিবারিক হিংসার শিকার হন, তাহলে সমাজের বাকি মহিলাদের কী অবস্থা?

MLA Baljinder Kaur 1200x900 1

পাঞ্জাবের মহিলা কমিশন এই বিষয়ে পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। মহিলা কমিশনের চেয়ারপারসন বলেন, ‘ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করছি আমরা। এই বিষয়ে মুখ খুলেছেন পাঞ্জাবের এক মহিলা মন্ত্রীও। তিনি নারী কল্যাণ দফতরের দায়িত্বে রয়েছেন। ওই মন্ত্রী জানান, ‘দফতর থেকে পুলিশকে মামলা দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপারসন মনীষা গুলাটি বলেন, ‘একজন মহিলা বিধায়কের পারিবারিক হিংসার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। এতদিন বিষয়টি তাঁদের ব্যক্তিগত ছিল। এখন ভিডিও পাবলিক প্ল্যাটফর্মে এসেছে। তাই কমিশন ব্যবস্থা নেবে।’পাঞ্জাবের নারী উন্নয়ন মন্ত্রী ড: বলজিৎ কৌর বলেন যে বিধায়ক বলজিন্দর কৌর এ বিষয়ে এখনও কোনো অভিযোগ করেননি। তিনি দলের সঙ্গে যুক্ত। এই বিষয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পরামর্শ নেওয়া হবে। তবে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাই পুলিশ নির্দিষ্ট আইনেই মামলা দায়ের করবে।

ad

Sudipto

সম্পর্কিত খবর