“চিটিং করে শ্রীলঙ্কাকে জিতিয়েছে তাদের কোচ”, হারের পর অভিযোগ বাংলাদেশের সমর্থকদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চিটিং করে ম্যাচ জেতে শেষ শ্রীলঙ্কা। আকাশ থেকে ছিটকে যাওয়ার পর এমনই অভিযোগ তুলছেন বাংলাদেশি সমর্থকরা। গতকাল এশিয়া কাপের মরণ-বাঁচন ম্যাচে খেলতে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে বেশ বড় রানের টার্গেট সেট করেছিলেন সাকিব আল হাসানরা। কিন্তু জঘন্য ফিল্ডিং এবং পরিকল্পনাহীন বোলিং এর জন্য সেইরান ডিফেন্ড করতে পারেননি বেঙ্গল টাইগাররা।

বাংলাদেশ ভক্তদের মূল নিশানা শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউডের দিকে। যদিও যাকে বাংলাদেশ চিটিং বলছে, সেটিকে শ্রীলঙ্কা ক্রিকেটপ্রেমীরা মস্তিষ্কের প্রয়োগ বলে দাবি করছেন। সাজঘর থেকে মাঠে কৌশল অবলম্বন করে গোপন সঙ্কেত পাঠাচ্ছিলেন তিনি। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের কোচ হিসাবেও তিনি এমন করতেন বলে জানা গিয়েছে। যদিও সিলভারউড নিজে এই অভিযোগ হেসে উড়িয়ে দিয়েছেন।

কাল এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছিল। ম্যাচের আগে থেকেই বাকযুদ্ধে পরিস্থিতি সরগরম হয়ে উঠেছিল। বাংলাদেশকে আফগানিস্তানের তুলনায় অনেক সহজ প্রতিপক্ষ বলে মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক দাসুন শানাকা। অপরদিকে শ্রীলঙ্কায় কোন বলারই নেই এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর মাহমুদ খালেদ।

কাল বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। ধ্রুব সৈকত মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে বাংলাদেশ কুড়ি ওভারে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা রাখে দ্বীপরাষ্ট্রের সামনে। বাংলাদেশের বিশ্রী ফিল্ডিং এর সম্পূর্ণ সুযোগ নিয়ে কুশল মেন্ডিস এবং পরের দিকে অধিনায়ক দাসুন শানাকা শ্রীলঙ্কাকে জয়ের অত্যন্ত কাছাকাছি এনে দেন। শেষপর্যন্ত শ্রীলঙ্কাকে জয়ের দোরগোড়া পেরিয়ে যেতে সাহায্য করেন আসিথা ফার্নান্দো। এরপরই বাংলাদেশের চার বছর আগের উদযাপন কে নকল করে নাগিন ডান্স শুরু করেন তামিকা করুনারত্নে যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

sri lanka win

কুশল মেন্ডিসের ৩৭ বলে ৬০ রানের ইনিংসের পর অধিনায়ক শানাকা কাল ৩৩ বলে ৩টি চার ও ২টি ছক্কা সহ ৪৫ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। কিন্তু মেহেদী হাসানের বলে দুই ওভার বাকি থাকাকালীন ফিরে গিয়েছিলেন তিনি। দুই ওভারে ২৫ রান তুলতে হতো শ্রীলঙ্কাকে। ইবাদত চৌধুরীর করতে আসা ১৯ তম ওভারে ১৭ রান উঠলে আশিথা ফার্নান্দোদের তাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। শেষপর্যন্ত ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ম্যাচের আগে বাংলাদেশ বোলিংকে দুর্বল বলে মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক। ম্যাচ জিতে সেই কথা প্রমাণ করে দিলেন তিনি। ফলে চলতি এশিয়া কাপ থেকে বিদায়ও ঘটে গেছে বাংলাদেশের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর