গানের সঙ্গে খাবারের মেলবন্ধন, কিশোর কুমারের বাংলোতে নিজের রেস্তোরাঁ খুলতে চলেছেন বিরাট কোহলি

বাংলাহান্ট ডেস্ক: খেলোয়ারদের সবসময় ফিট থাকা বাঞ্ছনীয়। কিন্তু তাই বলে সুস্বাদু খাবারের লোভ কি আর সামলানো যায়? বিরাট কোহলি (Virat Kohli) এমনি একজন ক্রিকেট তারকা যিনি একদিকে যেমন বাইশ গজ কাঁপাতে পারেন, তেমনি খাবার দাবার, রান্নাবান্নার দিকেও যথেষ্ট জ্ঞান রয়েছে তাঁর। বিরাটের রেস্তোরাঁ ‘One8 Commune’ এর বেশ সুখ‍্যাতি করেন খাদ‍্যরসিকরা।

খাবারের দিক দিয়ে আদ‍্যন্ত পঞ্জাবি বিরাট। আগে আরো বেশি ছিলেন‌। কিন্তু স্ত্রী অনুষ্কা শর্মার ছোঁয়া আর ফিটনেসের জন‍্য নিরামিষাশী হওয়ার পর থেকে অনেক কিছুই ত‍্যাগ করতে হয়েছে তাঁকে। কিন্তু নিজের রেস্তোরাঁর প্রতিটি পদই নিজে চেখে তারপর সবুজ সংকেত দেন বিরাট।

virat kohli rcb
নিজের জার্সির নামে রেস্তোরাঁর নাম রেখেছেন তিনি। এই জনপ্রিয় রেস্তোরাঁর চেন এবার আরো বাড়তে চলেছে। খাবার আর গান মিলে মিশে এক হয়ে যেতে বসেছে‌। জুহুতে কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের বাংলো ‘গৌরী কুঞ্জ’এর একাংশে রেস্তোরাঁ খুলতে চলেছেন বিরাট।

জানা যাচ্ছে, আগামী পাঁচ বছরের জন‍্য গৌরী কুঞ্জের একটা অংশ ভাড়া নিয়েছেন কোহলি। সেখানেই রেস্তোরাঁ খোলার প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই নাকি নতুন রেস্তোরাঁটি খুলবে বলে খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ‍্য, গৌরী কুঞ্জের এই অংশে এর আগেও একটি রেস্তোরাঁ ছিল, নাম ‘বি মুম্বই’।

বছর কয়েক আগে বৃহন্মুম্বই কর্পোরেশনের তরফে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে আইনি নোটিস পাঠানো হয়েছিল রেস্তোরাঁটিকে। তারপরেই বন্ধ হয়ে যায় সেটা। সেখানেই এবার নিজের রেস্তোরাঁ খুলছেন  কোহলি। মুম্বই ছাড়া দিল্লি, পুনে এবং কলকাতাতেও রেস্তোরাঁ রয়েছে তাঁর।

এর আগে বিরাটের কলকাতার রেস্তোরাঁয় এসেছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়। রেস্তোরাঁর দায়িত্বে থাকা ঊষসী সেনগুপ্তর আমন্ত্রণেই ‘বিশেষ বন্ধু’ অভিরূপকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন শ্রাবন্তী। অভিনেত্রীকে ধন‍্যবাদ জানিয়ে ছবি শেয়ার করেছিলেন ঊষসী। তখনি ভাইরাল হয়েছিল সে ছবি।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর