বাংলা হান্ট নিউজ ডেস্ক: কখনো পেসের সামনে উড়ে গেলেন, কখনো স্পিনের সামনে নাস্তানাবুদ হলেন। এভাবেই পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হলো হংকং। প্রথমে ব্যাট করে দুর্দান্ত হংকংয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিলেন মহম্মদ রিজওয়ান, ফখর জামানরা। তারপর ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করা হংকং ব্যাটিং লাইনআপকে কার্যত ছিন্নভিন্ন করে দিলেন নাসিম শাহরা। ফলস্বরূপ ১৫৫ রানে ম্যাচ জিতে পরের রাউন্ডে জন্য যোগ্যতা অর্জন করল বাবর আজমরা।
ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও হারতে হয়েছিল পাকিস্তানকে। তারপর বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। অনেকে হংকংয়ের ভারতের বিরুদ্ধে করা লড়াই দেখে এটাও বলেছিলেন যে হংকং একটু যদি চেষ্টা করে তাহলে পাকিস্তান হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে। এই সব আলোচনাই হয়তো আলাদা করে তাড়িয়ে দিয়েছিল ফখর জামানদের। আজ খাতায়-কলমে দুর্বল প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে ভারতকে পরবর্তী পর্যায়ের জন্য কড়া বার্তা দিয়ে রাখলো প্রতিবেশী দেশ।
হংকং অধিনায়ক নিজাকাট খান ভারত ম্যাচের মতোই এই ম্যাচে টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং করতে পাঠানোর সিদ্ধান্ত নেন। ভারতকে শুরুর দিকে বেশ চাপে রেখেছিলেন হংকংয়ের বোলাররা। পাকিস্তানের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই রকম ছিল। আজও প্রথমদিকে রানের গতি আটকে দিয়ে বাবর আজমের (৯) উইকেট তুলে নিয়ে বেশ ফোন দেই দেখাচ্ছিলো হংকং বোলারদের। কিন্তু তারপর হংকং বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন মহম্মদ রিজওয়ান এবং তিন নম্বরে নামা ফখর জামান।
৫৭ বলে ৭৮ রানের একটি অত্যন্ত আগ্রাসী ইনিংস খেলেছিলেন রিজওয়ান। মেরেছিলেন ৬টি চার ও একটি ছক্কা। তুলনায় ফখর জামান ছিলেন অনেকটাই শান্ত। ৪১ বলে ৫৩ রান করেন তিনি। কিন্তু শেষদিকে আজকের ম্যাচে দলে আসা খুষদিল শাহ হংকং বোলারদের বিরুদ্ধে অত্যন্ত আগ্রাসী ব্যাটিং শুরু করেন। ফখর আউট হওয়ার পর ব্যাট করতে নেমে ১৫ বলে পাঁচটি ছক্কা সহ ৩৫ রান করেন তিনি। হংকংয়ের হয়ে ইসান খান ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন।
ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে ১৬ রান তুলেছিল হংকং। তারপর ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করার নাসিম শাহ ফিরিয়ে দেন হংকং অধিনায়ক নিজাকত খানকে (৮)। সেখান থেকেই শেষের শুরু হয়। হংকংয়ের কোন ব্যাটার কে দুই অঙ্কের রানের ঘরে পৌঁছাতে দেয়নি পাকিস্তানের পেসার এবং স্পিনাররা। ১১ ওভারের মধ্যে ৩৮ রানে পাকিস্তান বোলাররা অলআউট করে দেয় হংকংকে। সর্বোচ্চ রান হংকং অধিনায়কের। ৪ উইকেট নেন স্পিনার শাদাব খান ও ৩ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার মহম্মদ নওয়াজ। ২ উইকেট নেন নাসিম।
যে হংকং ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে বেশ ভালোই লড়াই করেছিল তাদেরকে কার্যত গুড়িয়ে দিয়ে ভারতকে বেশ চিন্তায় ফেলে দিল পাকিস্তান বোলাররা। দ্বিতীয় রাউন্ডে ‘রাউন্ড রিবন’ ফরম্যাটে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আসন্ন রবিবার অর্থাৎ সেপ্টেম্বরে ফের একবার ভারতের মুখোমুখি নামছে বাবররা।