চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ! তৃণমূল নেতাকে গাছে বেঁধে পেটাল গ্রামবাসী

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলায় চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের একাধিক ঘটনা সামনে এসে চলেছে। প্রতিদিনই এই প্রসঙ্গে নয়া অভিযোগ সামনে উঠে আসায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। গ্রামবাংলায় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতারা এই মামলায় জড়িত হয়ে পড়েছেন আর এবার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অপরাধে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) এক তৃণমূল নেতাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করল গ্রামবাসীরা।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার সত্যপুর এলাকার। ডেবরার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা দিলীপ পাত্রকে এদিন গাছে বেঁধে রেখে ব্যাপক মারধর করে গ্রামবাসীরা।

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি চাকরি দেওয়ার নাম করে একাধিক টাকা নিলেও পরবর্তীতে কাউকেই চাকরি দেওয়ার ব্যবস্থা করেননি। এমনকি, পরবর্তীতে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে টাকা ফেরানোর দাবি করা হলে তাতে কর্ণপাত পর্যন্ত করেননি দিলীপ।

স্থানীয় সূত্রে খবর, বারংবার ধরে টাকা ফেরানোর দাবি করলেও তা না শোনার জন্যই এদিন ক্ষুব্ধ এলাকাবাসীরা তৃণমূল নেতাকে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে এবং পরবর্তীতে তাঁকে মারধর করা হয়।

উল্লেখ্য, অতীতেও চাকরি দেওয়ার প্রতিশ্রুতি করে টাকা আত্মসাৎ করার অপরাধে নাম জড়ায় বহু তৃণমূল কংগ্রেস নেতার। পরবর্তীতে তাদের মারধর করার অভিযোগও উঠতে থাকে। কয়েকদিন পূর্বেই ভগবানপুর এলাকায় শিবশঙ্কর নায়েক নামে এক তৃণমূল কর্মী এলাকাবাসীদের থেকে টাকা নিয়ে পালায় এবং পরবর্তীতে তার পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে খবর সামনে আসে। এদিন ডেবরার ঘটনায় শাসক দলের তরফ থেকে অবশ্য কোনরকম প্রতিক্রিয়া মেলেনি বলেই জানা যাচ্ছে।

Sayan Das

সম্পর্কিত খবর