বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের জন্য চিন্তা আরো বাড়লো। ভারতের হাতে যে সমস্ত খেলোয়াড় রয়েছে তারা সকলে সুস্থ থাকলে হালকা মেজাজে থাকতে পারতেন ভারতীয় সমর্থকরা। কিন্তু জাদেজার চোট সংক্রান্ত নতুন আপডেট মাথা-ব্যাথা বাড়ালো রোহিত শর্মার। এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন হাঁটুর চোটের কারণে। হাটুতে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। এখন মনে করা হচ্ছে অপারেশন করানোর পর তার আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলে ফেরা হবে না। অর্থাৎ অস্ট্রেলিয়াগামী বিমানে জাদেজাকে ছাড়াই উড়ে যেতে হবে ভারতীয় দলকে।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তাকে প্রথমে পিঞ্চ হিট করার জন্য নামানো হয়েছিল। কিন্তু বিরাট কোহলি আচমকাই ভুল সঠিক নির্বাচন এর জন্য আউট হয়ে যাওয়ায় জাদেজার ভূমিকা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। সেই পরিবর্তিত ভূমিকাতে খুব ভালো মানিয়ে নিয়েছিলেন এবং ভারতকে প্রায় জয়ের দোরগোড়া অবধি পৌঁছে দিয়ে তারপর আউট হয়েছিলেন তারকা অলরাউন্ডার। সেইসঙ্গে হংকং এবং পাকিস্তান দুইদলের বিরুদ্ধেই ফিল্ডিংয়ের দুর্দান্ত কিছু মুহূর্ত উপহার দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের। তার দলে না থাকাটা যে ভারতের চিন্তা বাড়াবে তাতে কোনও সন্দেহ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মী জানিয়েছেন যে জাদেজার হাঁটুতে চোট বেশ গুরুতর। তাকে একটা অস্ত্রোপচার করাতেই হবে এবং অনির্দিষ্টকালের জন্য বাইরে বেরিয়ে যেতে হচ্ছে তাকে। আপাতত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীর মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণে রাখবে। কিন্তু তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন তিন মাসের আগে হওয়া সম্ভব নয় বলেই মনে করছেন সেই কর্মী।
তার হাঁটুর চোটের প্রভাব তার বোলিংয়েও পড়েছে বলে মনে করছেন অনেকে। বেশ কিছুদিন ধরে তিনি এই হাঁটুর চোটে ভুগছেন, যা আপাতত গুরুতর পর্যায় গিয়ে দাঁড়িয়েছে। আগের মত নিখুঁতভাবে বোলিং ডেলিভারি করতে পারছেন না তিনি এই চোটের কারণে। সাম্প্রতিক এশিয়া কাপেই বল হাতে তার পারফরম্যান্স এই ঘটনার প্রমাণ। তবে বোলিংয়ে কিছুটা অবনতি হলেও ব্যাটিংয়ে আগের তুলনায় অনেক উন্নতি করে সেই ঘাটতি পুষিয়ে দিচ্ছিলেন তারকা অলরাউন্ডার।
অস্ট্রেলিয়াতে যদিও একজন স্পিনার এর বেশি হয়তো প্রয়োজন পড়বে না ভারতীয় দলের। সেক্ষেত্রে জাদেজা থাকলে একজন অতিরিক্ত স্পিনার দলের অংশ হতে পারত ব্যাটিং গভীরতার সঙ্গে কোনো রকম সমঝোতা ছাড়াই। অক্ষর প্যাটেল তার অভাব পুরোপুরি পূরণ করতে পারবেন, নাকি অশ্বিনকে এই অবস্থায় রোহিত শর্মা বেশি ভরসা করবেন, তা জানার জন্যই আপাতত মুখিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।