বাংলাহান্ট ডেস্ক: বলিউডের দুর্দিনে যে দুই ছবি সবথেকে বড় ভরসার স্থল হয়ে দাঁড়িয়েছিল তাদের মধ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) এর নাম না করলেই নয়। গত দেড় বছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় ব্লকবাস্টার হয়েছে এই ছবি। তারপর থেকে হাবভাবই বদলে গিয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। বলিউড তথা ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতা অভিনেত্রী, পরিচালক প্রযোজকদের বেছে বেছে আক্রমণ করছেন তিনি। এবারে তাঁর নিশানায় করন জোহর (Karan Johar) এবং অয়ন মুখার্জি (Ayan Mukherjee)।
বিগত কিছুদিনে একের পর এক বিষ্ফোরক টুইট এসেছে বিবেকের তরফে। মূলত ইন্ডাস্ট্রির তিন খান অভিনেতাদের নজির বিহীন ভাবে আক্রমণ করতে দেখা গিয়েছিল তাঁকে। ‘লাল সিং চাড্ডা’ ফ্লপ হওয়ার পর আমির খানকে না করে তুলোধনা করেছিলেন বিবেক। আর দিন কয়েক পরে মুক্তি পেতে চলেছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। এবার বিবেকের নজরে তাই এই ছবির দুই পরিচালক প্রযোজক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক দাবি করেন, ছবির নাম ব্রহ্মাস্ত্র দিয়েই নানান অস্ত্রের কথা বলে চলেছেন অয়ন মুখার্জি, রণবীর কাপুর, আলিয়া ভাট। অথচ না তাঁরা ব্রহ্মাস্ত্রর অর্থ জানেন আর না উচ্চারণ করতে পারবেন। বিবেক বলেন, ‘ব্রহ্মাস্ত্র’ শব্দটাই সঠিক ভাবে উচ্চারণ করতে পারেন না অয়ন। তবে তাঁর পরিচালনার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেননি বিবেক।
ওয়েক আপ সিড, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতো ছবির জন্য অয়নকে সাধুবাদ জানিয়েছেন তিনি। তবে ব্রহ্মাস্ত্রকে যে বিবেক খুব একটা নেকনজরে দেখছেন না তা স্পষ্ট। অয়নের জন্য নিজের সন্তানের মতোই চিন্তিত তিনি। ছবির প্রযোজক করন জোহরকেও একহাত নিয়েছেন বিবেক। তাঁর অভিযোগ, করন আসলে একজন ভণ্ড। মুখে সমকামিতার প্রচার করেন, এদিকে নিজের ছবিতে সমকামীদের নিয়ে কৌতুক করেন।
প্রসঙ্গত, আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ব্রহ্মাস্ত্র। এই ছবির হাত ধরেই প্রথম বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। আপাতত দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে প্রচার করছে ছবির টিম।