বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতি মামলায় একদিকে যখন বেকায়দায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), সেই মুহূর্তে দাঁড়িয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছে। জহর সরকার থেকে শুরু করে শ্রীকান্ত মাহাতোর মতো নেতারা ইতিমধ্যেই দলের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে বসেছেন আর এবার শাসকদলের অস্বস্তি বাড়িয়ে রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশ করে বসলেন তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy)।
তাঁর সাফ দাবি, “আমাকে ধরে রাখা খুব কঠিন। তবে কি কারণে তাপসবাবুর এহেন মন্তব্য, তা অবশ্য জানা যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে গরু এবং কয়লা পাচার মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডলরা জেল হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতিতে এদিন দলের অস্বস্তি আরো বাড়িয়ে দিলেন তাপস রায়। তিনি বলেন, “রাজনৈতিক কর্মী হিসেবে বেশি দিন থাকবো না। আর কয়েকটা বছর হয়তো।” তবে কি কারনে এই সিদ্ধান্ত, তা জানা না গেলেও দলের তরফ থেকে তাঁর সাথে কথা বলা হবে বলেই জানালেন কুণাল ঘোষ।
এদিন একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে তাপস রায় বলেন, “রাজনৈতিক কর্মী হিসেবে আর বেশি দিন নেই। সম্ভবত কয়েকটা বছর। আমাকে ধরে রাখা খুব কঠিন। আগেরবার যখন নির্বাচন হয়েছিল, তখন এই কথা বলেছিলাম। এবার দলকে জানাবো।”
এদিন তাপস রায়ের মন্তব্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, “উনি দক্ষ সংগঠক। তবে কেন এই কথা বলেছেন, তা বলতে পারব না। দলের তরফ থেকে ওর সাথে কথা বলা হবে।”