আগুনে পুড়ে ছাই লখনউয়ের নাম করা হোটেল! একাধিক আবাসিকের মৃত্যুর আশঙ্কা

বাংলাহান্ট ডেস্ক : বিধ্বংসী অগ্নিকান্ডের মুখোমুখি হল লখনউ। সপ্তাহের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল লখনউয়ের এক অভিজাত হোটেলে। সেই সময় হোটেলের ঘরে উপস্থিত ছিলেন একাধিক আবাসিক। তাদের মধ্যে কিছু জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে বেশ কিছু আবাসিকের ঝলসে মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।

লখনউয়ের হজরতগঞ্জ এলাকার অভিজাত হোটেল লেভানায় সোমবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সকাল বেলা হঠাৎই হোটেলের গেট থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন অনেকে। এরপরই তীব্র আতঙ্কে সৃষ্টি হয় এলাকায়। আগুন লেগেছে এমন ধারণা করে হোটেলের বাইরে বেরিয়ে আসেন বেশ কিছু হোটেল কর্মী ও আবাসিক। কিন্তু সেই সময় কোন কিছু বুঝতে না পেরে হোটেলের মধ্যেই অবস্থান করছিলেন বেশ কিছু আবাসিক।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে দমকল। আগুন নেভানোর পাশাপাশি তারা ভিতরে আটকে থাকা আবাসিকদের উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারকারী দল মই নিয়ে জানালার কাঁচ ভেঙে কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু ধারণা করা হচ্ছে বেশ কিছু আবাসিক হোটেলের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।

লখনউয়ের হজরতগঞ্জের এলাকাটি বেশ জনবহুল। কিন্তু সকালের দিকে ওই এলাকায় তেমন বিশেষ কেউ ছিলেন না। হোটেলের অধিকাংশ আবাসিকই তখন ঘুমোচ্ছিলেন। তাদের মধ্যে একজন আবাসিক জানিয়েছেন যে ভোর বেলা তার ঘুম হয়ে যায়। এরপর তিনি একটি পোড়া গন্ধ পান। সঙ্গে সঙ্গে হোটেল থেকে বেরিয়ে আসেন। উদ্ধার কার্য শেষ হলে ঘটনাটি তদন্ত করে দেখবে দমকল। এছাড়াও হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর