অভিষেককে লক্ষ্মী বলে সম্বোধন! শুভেন্দুর বক্তব্যে শোরগোল রাজ্য রাজনীতিতে

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এদিন আরও একবার শুভেন্দু লক্ষ্মণ শেঠের সঙ্গে তুলনা করেন অভিষেককে। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘লক্ষ্মণ শেঠ (Lakshman Seth) যেমন বিরোধীদের কাছে লক্ষ্মী ছিল, তেমনই অভিষেক হল আমাদের কাছে লক্ষ্মী!’

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের বইয়ে সিলেবাসে অন্তর্ভূক্ত পার্থ চট্টোপাধ্যায়দের নাম লেখা পৃষ্ঠাগুলো ছেড়ে পড়ার উপদেশ দিলেন পড়ুয়াদের। তিনি ছাত্রছাত্রীদের বললেন এসএসসি কাণ্ডে প্রতিবাদী ববিতা সরকারের মতো হতে।

   

এদিন শিক্ষক দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্র ছাত্রীদের ববিতা দাসের মতো হতে বললেন শুভেন্দু। কাঁথিতে বিজেপির আয়োজিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘ববিতা দাসের মত তোমাদের সাহসী হতে হবে। ববিতার সঙ্গে পরিচয় নেই। ও কোন দল করে তাও জানি না। তবে শিক্ষা ব্যবস্থায় যে ঘুন ধরেছিল, দুর্নীতির পঙ্কিলে শিক্ষা ব্যবস্থা ঢুকে গিয়েছিল, তা যদি উদ্ধার করার জন্য যদি কেউ প্রথম লড়াই করে তবে সে ববিতা দাস। মাতঙ্গিনী হাজরার আশীর্বাদপুষ্ট ববিতা আমাদের গর্ব।’

এছাড়াও শিক্ষক দিবসের অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারি রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘এটা অত্যন্ত লজ্জার বিষয়। শিক্ষকদের প্রতি ভয় শ্রদ্ধা যেটা ছিল, এই সরকার সেই কালচার একেবারে শেষ করে দিচ্ছে। চোর পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিলেবাসে রয়েছে। সেই সিলেবাস পড়তেও হচ্ছে। ছত্ররা এর থেকে শিখবে কী?’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর