ষড়যন্ত্রের শিকার কেআরকে, বলিউডের বিরুদ্ধে বলায় শাস্তি! বিষ্ফোরক শত্রুঘ্ন

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক আইনি ঝামেলায় ফাঁসছেন কামাল আর খান (Kamal R Khan)। প্রথমে কিছু পুরনো টুইট আর এখন তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এটাও তিন বছর পুরনো মামলা। এর জেরেই এখন গ্রেফতার হয়ে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন কেআরকে। এবার তাঁর পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।

বলিউডের বিরুদ্ধে মুখ খোলার জন্য নাকি ষড়যন্ত্রের শিকার হয়েছেন কেআরকে, দাবি শত্রুঘ্নর। টুইটে তিনি লেখেন, ‘সবার সবসময় মনে রাখা উচিত যে প্রবল বিরোধিতা সত্ত্বেও পরিশ্রম করে স্ব প্রতিষ্ঠিত কেআরকে। ঈশ্বরের আশীর্বাদ ওঁর সঙ্গে রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সমাজেও তিনি নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন।’

Krk
তিনি আরো লেখেন, ‘কেআরকের সবথেকে বড় সম্পত্তি, ওঁর আত্মবিশ্বাস। কোনো ভয় ছাড়াই কথা বলেন তিনি। নিজের মনের কথা বলতে কখনো ভয়ে কাঁপতে দেখা যায় না তাঁকে। অনেকের পছন্দ না হলেও তাঁর তো বাক স্বাধীনতা আছে।’ কেআরকে যাতে দ্রুত সঠিক বিচার পান সেই কামনাও করেছেন শত্রুঘ্ন।

গত শনিবার কেআরকে কে গ্রেফতার করে ভারসোভা থানার পুলিস। ২০১৯ সালে যৌন সুবিধা চাওয়া এবং অভিযোগকারিনীর অনুমতি বিনা হাত ধরার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। রবিবার বান্দ্রা কোর্টে কেআরকে কে তোলা হলে তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

https://twitter.com/ShatruganSinha/status/1566688960335597568?s=20&t=xK11XoBzz1ENs2kzPtTn5A

জানা যাচ্ছে, কেআরকের বিরুদ্ধে অভিযোগ কারী মহিলা পেশায় একজন অভিনেত্রী, গায়িকা তথা মডেল। পুলিসের কাছে তিনি জানিয়েছেন, ২০১৭ সালে একটি পার্টিতে কেআরকের সঙ্গে প্রথম পরিচয় হয় তাঁর। নিজেকে প্রযোজক বলে পরিচয় দিয়েছিলেন কামাল আর খান। তরুণীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইমরান হাশমির বিপরীতে নায়িকার চরিত্রে সুযোগ দেবেন তিনি।

পুলিসের কাছে কেআরকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন ওই তরুণী। তিনি দাবি করেছেন, ২০১৯ সালে যখন তিনি কেআরকের বাংলোয় যান তখন তাঁকে পুরুষাঙ্গ প্রদর্শন করে জোর করে তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন কেআরকে। ২০২১ সালে ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেছিলেন তরুণী। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের হয় কেআরকের বিরুদ্ধে।

আদালতে কেআরকের আইনজীবী দাবি করেছিলেন, ঘটনা ঘটার ১৮ মাস পরে অভিযোগ দায়ের করেছেন তরুণী। কিন্তু তাঁর কোনো অভিযোগই সত‍্য নয়। পালটা পুলিস দাবি করেন, কেআরকের লোকেশন ট্র‍্যাক করার চেষ্টা করেছিলেন তাঁরা, কিন্তু পারেননি।

Niranjana Nag

সম্পর্কিত খবর