মাংস-ভাত না পাওয়ায় রেগে লাল! শিক্ষক দিবসে স্কুলের সামনেই তুলকালাম কাণ্ড পড়ুয়াদের

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক দিবসের দিন মাংস ভাত খাওয়াকে কেন্দ্র করে রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল হুগলিতে। স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ এনে রীতিমতো বিক্ষোভ দেখালেন ছাত্র-ছাত্রীরা। স্কুলের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের মাংস ভাত খাওয়ানোর আয়োজন করা হয়েছিল শিক্ষক দিবস উপলক্ষে। কিন্তু সেই খাবার খেতে না পেয়ে বিক্ষোভে সামিল হলেন পড়ুয়াদের একাংশ। চলে পথ অবরোধও। বিক্ষোভ এতটাই মাত্রা ছাড়িয়ে যায় যে ঘটনাস্থলে পৌঁছাতে বাধ্য হয় পুলিশ। হুগলির পোলবার আলিনগর ইয়াসিন মণ্ডল স্কুলের এই ঘটনা রীতিমত সাড়া ফেলে দিয়েছে।

স্কুলে মোট পড়ুয়া সংখ্যা ১১০০। গতকাল শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের শিক্ষকরা চাঁদা তুলে ছাত্র-ছাত্রীদের মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন। প্রতিবাদী একাংশ পড়ুয়াদের কথায় প্রধান শিক্ষক তাদের খেতে দেন নি। প্রধান শিক্ষকের কাছে এর কারণ জানতে গেলে তিনি পড়ুয়াদের স্কুল থেকে বের করে দেন। খারাপ আচরণ করেন। এই ঘটনার প্রতিবাদে পড়ুয়ারা আলিনগর মোর অবরোধ করে। চুঁচুড়া তারকেশ্বর রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ। অভিভাবকেরা অভিযোগ করেছেন যে গত বছরও শিক্ষক দিবসে খাবার কম পড়ার ঘটনা ঘটেছিল। তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই প্রসঙ্গে প্রধান শিক্ষক জানিয়েছেন, “অনভিপ্রেত একটা ঘটনা ঘটেছে। রান্নার দায়িত্বে যারা ছিল তারা সময় মতো খাবার তৈরি করে উঠতে পারেনি। এরপর বিষয়টি মিটিমাট হয়ে গেছে।”jpg 20220906 110914 0000

আলিনগর স্কুল পরিচালন কমিটির সভাপতি তানসেন মণ্ডলের বক্তব্য, “আজ শিক্ষক দিবসের দিন স্কুলের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। কিন্তু সঠিক সময়ে খাবার তৈরি না হওয়ায় ছাত্র-ছাত্রীরা প্রতিবাদের সামিল হয়। আমরা সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের ঘটনা যেন আগামী দিনে আর না হয়।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর