বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পঞ্চায়েতের উপপ্রধান ‘আত্মঘাতী’ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলায়। দেবব্রত ভট্টাচার্য নামে ওই ব্যক্তি সুসাইড নোটে পঞ্চায়েত প্রধান এবং এক শিক্ষক নেতাকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছেন। যদিও এই ঘটনা আত্মহত্যার নাকি এর পিছনে গভীর কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনার কেন্দ্রস্থল দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের বোলসিদ্ধি কালীনগর গ্রাম। স্থানীয় সূত্রে খবর, গতকাল পঞ্চায়েত উপপ্রধান দেবব্রত ভট্টাচার্য বাড়ি থেকে বের হন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফিরলে চিন্তায় পড়ে যায় তাঁর পরিবারের সদস্যরা।
পরবর্তীতে জানা যায়, দেবব্রতবাবু বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে মৃত তৃণমূল কংগ্রেস নেতার সুসাইড নোটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
উক্ত নোটে ওই ব্যক্তি পঞ্চায়েত প্রধান মুন্নি বিবি এবং এক শিক্ষক নেতা মইদুল ইসলামের নামে একাধিক অভিযোগ করেন। ওই দুজনকেই তাঁর মৃত্যুর জন্য দায়ী করেন দেবব্রতবাবু। সেই সূত্র ধরে বর্তমানে মুন্নি বিবি এবং মইদুল ইসলামের বিরুদ্ধে তোলা তোলার অভিযোগ সামনে এসেছে।
তবে এক্ষেত্রে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুর পিছনে উক্ত দুইজনের হাত রয়েছে, নাকি এ ঘটনার পেছনে অন্য কোন ষড়যন্ত্র বর্তমান, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটিকে পোস্টমর্টেমের জন্য পাঠানোর পাশাপাশি এলাকাবাসীদের সঙ্গে কথা বলে মৃত্যুর আসল রহস্য খুঁজে বের করতে তৎপর প্রশাসন।