বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতি ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। এসএসসি থেকে প্রাথমিক টেট, গরু থেকে কয়লা পাচার মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসায় বেসামাল শাসক দল। এর মাঝেই দলে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমানে একটি অডিও ক্লিপ ক্রমশ ভাইরাল হয়ে চলেছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আদর্শ নিয়ে গুরুতর অভিযোগ করে বসেছেন তৃণমূল নেতা।
বর্তমানে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটি অডিও ক্লিপ ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে গরবেতার ৩ নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি জ্ঞানঞ্জল মণ্ডল এবং বিনয় প্রসাদের মধ্যে একটি কথোপকথন উঠে এসেছে। উল্লেখ্য, বিনয় প্রসাদ নামে ওই ব্যক্তিকে সম্প্রতি তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়।
ভাইরাল হওয়া অডিও ক্লিপটিতে জ্ঞানঞ্জল মণ্ডল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আদর্শের নিজে চলেন? অভিষেক যে আদর্শের কথা বলেন, তা কি উনি মানেন? ওদেরকে সিবিআই ডাকছে না। কিন্তু তোমাকে-আমাকে ডাকছে।”
এরপরেই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ করে খেতে বলেছেন। অল্প খাও বলতেও শোনা গিয়েছে। কিন্তু ওতো খাই খাই কেন? এরকম বলা ঠিক নয়। দলের সংবিধান নেই। কিভাবে লড়াই করবে?” তাঁর এই অডিও ক্লিপটি ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়।
যে মুহূর্তে দাঁড়িয়ে দুর্নীতি ইস্যুতে কোণঠাসা তৃণমূল কংগ্রেস, সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের দলেরই এক নেতার এহেন মন্তব্যের জেরে শোরগোল ছড়িয়েছে সর্বত্র। যদিও এ প্রসঙ্গে এদিন তৃণমূল নেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “আমি কোন রকম দল বিরোধী কাজ করিনি। এরপরেও যে অভিযোগ সামনে আসছে, তার তদন্ত দল করবে।”
উল্লেখ্য, যে বিনয় প্রসাদের সঙ্গে জ্ঞানঞ্জল মণ্ডলের কথোপকথন ভাইরাল হয়েছে, তিনি অতীতে সিপিএম করতেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও গত বছর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে বিনয়বাবু জানান, “এলাকায় পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নিমাই ব্যানার্জিকে নিয়ে আসার পরই আমাকে বহিষ্কার করা হয়। আসলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই ওরা আমায় বহিষ্কার করে।” ভাইরাল অডিও প্রসঙ্গে গড়বেতার ব্লক সভাপতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কেউ খারাপ মন্তব্য করে থাকে, তবে দলের তরফ থেকে তদন্ত করা হবে।”