ধর্মের নামে ভক্তদের লুটে নেওয়া হচ্ছে হিন্দু মন্দির গুলোতে! তিরুপতি বালাজি মন্দিরের বিরুদ্ধে অভিযোগ বলিউড অভিনেত্রীর

বাংলাহান্ট ডেস্ক: তিরুপতি বালাজি মন্দির (Tirupati Balaji Temple) কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী অর্চনা গৌতম (Archana Goutam)। ভারতে প্রতিটি হিন্দু মন্দির নাকি লুটের ভাণ্ডার হয়ে উঠেছে, টুইটে এমনি দাবি করেছেন ‘গ্রেট গ্র‍্যান্ড মস্তি’ অভিনেত্রী। তাঁর এই অভিযোগ নতুন করে নতুন করে বিতর্ক তৈরি করেছে সোশ‍্যাল মিডিয়ায়।

অভিনেত্রী অর্চনা গৌতমের আরেক পরিচয়, তিনি কংগ্রেস নেত্রী তথা ‘মিস বিকিনি ইন্ডিয়া ২০১৮’র খেতাব জয়ী। সম্প্রতি তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে সেটা জানিয়েই সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অর্চনা।

Archana
একটি টুইটে তিনি লিখেছেন, ‘ভারতে হিন্দু ধর্মীয় স্থানগুলি লুটের আড্ডাখানা হয়ে উঠেছে। ধর্মের নামে তিরুমালা তিরুপতি দেবস্থনমের কর্মীরা মহিলাদের সঙ্গে দুর্ব‍্যবহার করেন। এদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া উচিত, আমি অন্ধ্র সরকারকে আবেদন জানাচ্ছি। ভিআইপি দর্শনের নামে ১০ হাজার ৫০০ টাকা নিচ্ছে এরা। এই লুট বন্ধ করা উচিত।’

একটি ভিডিও শেয়ার করেছেন অর্চনা। সেখানে তিরুপতি বালাজি মন্দিরের কর্মীদের সঙ্গে রীতিমতো দুব‍্যর্বহার করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁদের গায়ে হাতও তুলেছেন তিনি। অর্চনা দাবি করেন, বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাঁকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। উলটে তাঁর থেকে ১০ হাজার টাকা আদায় করার চেষ্টা করা হয়েছে। একজন কর্মীকে চিৎকার করে তিনি বলেন, “ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন!”

কিন্তু অর্চনা গৌতমের অভিযোগকে মিথ‍্যে বলে দাবি করে মন্দিরের কর্মীদের নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। এ বিষয়ে একটি টুইটে লেখা হয়েছে, ‘অভিনেত্রী অর্চনা গৌতমের মিথ‍্যে দাবিকে প্রবল ভাবে বিরোধিতা করছে তিরুমালা তিরুপতি দেবস্থনম।’

সঙ্গে আরো জানানো হয়, গত ৩০ অগাস্ট অর্চনা গৌতম, উত্তর প্রদেশের শিবকান্ত তিওয়ারি সহ আরো ৭ জন কেন্দ্রীয় মন্ত্রীর চিঠি নিয়ে দর্শনে এসেছিলেন। তাঁদের ৩০০ টাকার টিকিট দেওয়া হয় আর শিবকান্ত তিওয়ারির মোবাইল নম্বরে এ বিষয়ে এসএমএসও পাঠানো হয়।

কিন্তু সেদিন তাঁরা দর্শন না করায় টিকিটটি বাতিল হয়ে যায়। এ বিষয়ে তাঁদের জানানোও হয়েছিল। কিন্তু তার মধ‍্যেই অর্চনা গৌতম মন্দির চত্বরে এসে অশান্তি শুরু করেন। ১০ হাজার টাকার টিকিটের দাবি একেবারেই ভুয়ো বলে দাবি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।

Niranjana Nag

সম্পর্কিত খবর