বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপে ভারতের শেষ দুটি ম্যাচে একই ব্যাপার ঘটে যাচ্ছিলো। অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং শুরু করছিলেন দুর্দান্ত ছন্দে। বেশকিছু দৃষ্টিনন্দন শট তার ব্যাট থেকে বেরিয়ে আসছিল। কিন্তু কোন অজ্ঞাত কারণে বড় রান করার আগেই সেট অবস্থাতেও তিনি নিজের উইকেট হারিয়ে ফেলেছিলেন। ফলে তাঁকে নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেইসব চিন্তাভাবনাকে উড়িয়ে দিয়ে আজ ভারতের দরকারের সময় দুর্দান্তভাবে জ্বলে উঠলেন হিটম্যান।
প্রথমে ব্যাট করতে নেমে বেজায় বেকায়দায় পড়েছিল ভারতীয় দল। দ্বিতীয় ওভারে মাত্র ৬ রানের ব্যক্তিগত স্কোরে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল। চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিংহ ধোনির হাতে তৈরি থিকসেনার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কার স্পিনারের ফুলটস বল স্টেপ আউট করে খেলতে গিয়ে প্যাডে লাগে রাহুলের। যদিও প্যাডে আগে লেগেছে বলটি নাকি ব্যাটে আগে লেগেছে, সেই নিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তরা বিতর্ক করতেই পারেন। থার্ড আম্পায়ার তাকে নট আউট দেওয়ার মতো কোনও জোরালো প্রমাণ না পাওয়ায় রাহুলকে গত ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দেখিয়েও এই ম্যাচে ব্যর্থ হয়েই ফিরতে হয়েছে।
কিন্তু এর চেয়েও বড় ধাক্কা ভারতের লাগে তৃতীয় ওভারে। পরপর দুই ম্যাচে অর্ধশতরান করে হয়তো একটু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন বিরাট কোহলি। ঠিক মতো সেট না হয়েই শ্রীলঙ্কার বাঁ-হাতি মিডিয়াম পেসার দিলশান মধুশঙ্কার বলে আড়াআড়ি ব্যাট চালাতে গিয়ে বোল্ড হয়ে শুন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। ফলে মরণ-বাঁচন ম্যাচে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত।
এরপর সূর্যকুমার যাদবের সাথে মিলে ভারতীয় ব্যাটিং লাইনআপকে টানার কাজটা শুরু করেন রোহিত শর্মা। সূর্যকুমার একটা দিক ধরেছিলেন, রোহিত শর্মা শ্রীলঙ্কার বোলারদের আক্রমণ করেছিলেন। ৩২ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি। ভারতীয় ব্যাটাদের বাকিরা আক্রমণ করতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ছিলেন। শ্রীলঙ্কার বোলারদের সঠিক লাইন লেংথে বল করে যাওয়া তার একটি বড় কারণ। কিন্তু রোহিত শর্মার মধ্যে সেই অস্বস্তি দেখা যায়নি। ৪১ বলে ৫টি চার ও ৪টি ছক্কা সহযোগে ৭২ রান করে করুণারত্নের বলে আউট হয়েছেন তিনি। কিন্তু রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করলেও সূর্যকুমার (৩৪), হার্দিক পান্ডিয়া (১৭), রিশভ পন্থ (১৭), দীপক হুডারা (৩) ভারতীয় দলকে বড় স্কোরে নিয়ে যেতে ব্যর্থ হন। প্রশংসা প্রাপ্য করুনারত্নে, মধুশঙ্কা, থিকসেনাদের। প্রত্যেকে দুর্দান্ত বোলিং করেছেন। শেষদিকে অশ্বিনের ৭ বলে ১৫ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ১৭৩ রান স্কোর বোর্ডে তুলতে পারে ভারত।
আজকের এই ইনিংসের পরে রোহিত শর্মা বিরাট কোহলি কে আবার ধরে নিয়েছেন। আচ্ছা, শুরুর আগে ধর্মের ভিত্তিতে সকলে আশঙ্কা করেছিলেন যে বিরাট কোহলি হয়তো দ্বিতীয় এবং সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৩৫০০ রান পূরণ করে রোহিত শর্মার রেকর্ড ছুঁয়ে ফেলবেন। কিন্তু বাস্তবে একটি দুর্দান্ত অর্ধশত রান করে বিরাট কোহলির টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরান করার রেকর্ড ছুঁয়ে ফেললেন রোহিত।