বাংলাহান্ট ডেস্ক: নতুন প্রজন্মের সবকিছুই চাই চটজলদি। চটজলদি টাকা, চটজলদি খ্যাতি। এসবের জন্য পরিশ্রমের ধৈর্য অনেকেরই নেই। তাই তারা খোঁজ করেন বিকল্প উপায়, যার গালভরা নাম ‘সুগার ড্যাডি’র (Sugar Daddy)। তরুণ প্রজন্মের এই কিছু অভিনেত্রীদের উপরেই মহা খাপ্পা সিনিয়র অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। সোশ্যাল মিডিয়ায় সরাসরি তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
ঠিক কী লিখেছেন রূপাঞ্জনা? নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘একটা কথা বলতে চাই সেই সব মেয়েদের কে যারা কাজ পাওয়ার জন্য ইন্ডাস্ট্রি তে ‘সুগার ড্যাডি’ ধরছেন। মেয়েগুলোর বয়স ১৬ থেকে ২০ এর মধ্যেই। আপনারা এর মধ্যই বুঝে যাচ্ছেন ইন্ডাস্ট্রি কি নিয়মে চলে? কেউ কেউ তো আবার বার্থডে পার্টিও থ্রো করাছেন সেসব উটকো ‘সুগার ড্যাডি’ দের দিয়ে তাতে আমাদের ইন্ডাস্ট্রি ইউসিকিওরড কিছু শিল্পী রা পরিচালকরা যাচ্ছেন ‘জাস্ট লাইক দ্যাট’।
রূপাঞ্জনার প্রশ্ন, ‘এই মেয়েগুলোও কি আগামী দিনে আর্পিতাদের মত হবে। চিন্তা হচ্ছে খুব। এই মেয়েগুলোও কে গাইড করার মতো অভিভাবক নেই ? তাদের নিজেদের অভিভাবকরা কি প্রশ্রয় দেন??’ সঙ্গে তিনি আরো প্রশ্ন করেছেন, যারা এই বিষয়গুলো থেকে দূরে থাকতে চায়, নিজের যোগ্যতায় মাথা তুলে দাঁড়াতে চায় তাদের কী হবে?
সংবাদ মাধ্যমের কাছেও বিরক্তি প্রকাশ করেছেন রূপাঞ্জনা, ইন্ডাস্ট্রিটাকে কি বেশ্যাখানা তৈরি করে ফেলবে এরা? এ বিষয়ে মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী ঊষসী রায়। তরুণ প্রজন্মের অন্যতম চেনা মুখ ঊষসী ইতিমধ্যে বেশ কিছু সিরিয়াল, ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন। কিন্তু তাঁর মতে, এই সাফল্য তাঁর নিজের পরিশ্রমে অর্জিত। ‘সুগার ড্যাডি’ সংষ্কৃতির বিষয়ে তাঁর ধারণা কম। আশেপাশে কাউকে তিনি দেখেনওনি এমন।
ঊষসীর বিশ্বাস, কষ্ট করলেই কেষ্ট লাভ হয়। তবে তিনি রটনার বিষয়ে এও বলতে ছাড়েননি, মানুষের স্বভাবই যেকোনো বিষয় নিয়ে কথা বলা। আরেক জনপ্রিয় অভিনেতা গৌরব রায় চৌধুরীর মতে, এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই এ বিষয়ে নাক না গলানোই তাঁর মতে উচিত কাজ। সৎপথে থাকলে ভাল হবে আর অসৎ পথে গেলে তা কোনো না কোনো সময়ে ঠিকই প্রকাশ্যে আসবে। তবে ভালোর দিকেই সবসময় মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন গৌরব।