বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) দুঃসময় প্রায় সব অভিনেতা অভিনেত্রীকেই চিন্তার মধ্যে ফেলেছে। বিগত দু বছরে হাতে গোনা কয়েকটি হিন্দি ছবির সাফল্যের মুখ দেখেছে। নয়তো বেশিরভাগ ছবিই মাত্র কয়েক কোটি তুলতে না তুলতেই প্রেক্ষাগৃহ থেকে হারিয়ে গিয়েছে। বলিউডের দুর্দশার ভুক্তভোগী সারা আলি খান (Sara Ali Khan)। অক্ষয় কুমার এবং ধনুষের সঙ্গে জুটি বেঁধে ‘অতরঙ্গি রে’ তে অভিনয় করেছিলেন তিনি। সেটাও গিয়েছে ফ্লপের খাতায়।
চার বছর আগে বলিউডে পা রেখেছিলেন সারা। সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘কেদারনাথ’ ছিল তাঁর প্রথম ছবি। তারপর যতগুলি ছবিতেই অভিনয় করেছেন সবকটিই ফ্লপ হয়েছে। এরপর করন জোহরের একটি ছবিতে সারার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।
এর মধ্যেই সইফ কন্যার কিছু ছবি ভাইরাল হয়েছে। মুদির দোকানে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাঁকে। সিনেমা না চলায় এতটাই খারাপ অবস্থা যে তারকা সন্তান সারাকে মুদির দোকানে গিয়ে জিনিস কিনতে হচ্ছে! এমন প্রশ্ন মনে আসা স্বাভাবিক। তবে জানিয়ে দিই, এ কোনো পাড়ার সাধারণ মুদির দোকান। একে বলা যায় আধুনিক মুদিখানা আসলে এক বিদেশি ডিপার্টমেন্টাল স্টোরে সম্প্রতি দেখা যায় সারাকে।
মার্কিন মুলুকে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানকার এক ভারতীয় ডিপার্টমেন্টাল স্টোরে সারাকে দেখে সাদরে অভ্যর্থনা করেন প্রবাসী ভারতীয়রা। আশেপাশে ভারতীয় খাবার দাবারের জিনিসপত্র দেখে মুখে চওড়া হাসি অভিনেত্রী। বিদেশের মাটিতে বেশ উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন বলিউড তারকা।
তবে বলিউডের অন্যান্য স্টারকিডদের থেকে একটু হলেও আলাদা সারা। প্রথম থেকেই তাঁর নম্র ও ভদ্র ব্যবহার মন জয় করেছে সকলের। একাধিকবার অনুরাগীদের ভালবেসে দেওয়া খাবার গ্রহণ করতে দেখা গিয়েছে তাঁকে। সারার প্রিয় বান্ধবী জাহ্নবী কাপুর কিছু গোপন তথ্য ফাঁস করেছিলেন সারার ব্যাপারে যা ইঙ্গিত দেয় যে তিনি অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা।
আমজনতার মতোই ঘুরতে গেলে সারা নাকি পয়সা বাঁচানোর চেষ্টা করেন। সস্তায় থাকার জায়গা খোঁজেন। আর তাই করতে গিয়ে জাহ্নবী নাকি বিপদেও পড়েছিলেন একবার। সারার কিপটেমির পাল্লায় পড়ে প্রায় মরতে বসেছিলেন তিনি।