‘এক নম্বরের মিথ্যাবাদী রাজ্য সরকার’, DA মামলায় নবান্নকে আক্রমণ সরকারি কর্মচারীদের

বাংলাহান্ট ডেস্ক : বাংলার সরকারকে এবার মিথ্যেবাদী বলে আক্রমণ করলেন রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employees)। মঙ্গলবার রাজ্য সরকার হলফনামা পেশ করে দাবি করে, সরকারি কর্মচারীদের কোনও ডিএই (DA) নাকি বাকি নেই। এই খবর শোনার পরই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সরকারি কর্মচারীরা।

বাকি থাকা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানালেন সরকারি কর্মচারীরা। জানা যাচ্ছে, দুর্গাপূজার অনুদান মামলায় রাজ্য সরকার হলফনামা পেশ করে দাবি করে, সরকারি কর্মচারীদের কোনও ডিএ বাকি নেই। এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে মিথ্যেবাদী বললেন রাজ্য সরকারি কর্মীরা

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক বিজয়শংকর সিং বলেন, ‘মিথ্যা হলফনামা পেশ করেছে রাজ্য। নির্ভেজাল মিথ্যে ছিল, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা আগেও বলেছি, এখনও বলছি, মহার্ঘ ভাতা আমাদের নায্য এবং আইনি অধিকার।’

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক জানান, ‘গত ৩০ অগস্ট রাজ্যজুড়ে কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা দু’ঘণ্টার কর্মবিরতিতে যোগ দিয়েছিলেন। সেদিনই দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত রাজ্য সরকারের বঞ্চনার প্রতি ধিক্কার জানিয়ে কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আমরা শুধু বলব, সরকার যদি কয়েকদিন ইতিবাচক সাড়া না দেয়, আইনি অধিকারে স্বীকৃতি না দেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। সেজন্য দায়ী থাকবে একমাত্র রাজ্য সরকার। আমরা এটা কোনও ভাবেই মেনে নেব না।’

বিক্ষুব্ধ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও। তিনি বলেন, ‘সরকার এক নম্বরের মিথ্যেবাদী। সরকার যদি এই ধরণের মন্তব্য করে থাকে, তাহলে বলব যে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে আদালতকে অবমাননা করছে রাজ্য সরকার। ভবিষ্যতে এই সরকারকে আর কেউ বিশ্বাস করবেন না। কীভাবে একটা রাজ্য সরকার আদালতে মিথ্যে বলতে পারে, সেটা ভেবেই আমরা অবাক হয়ে যাচ্ছি। আদালত যদি আমাদের থেকে হলফনামা তলব করে, তাহলে আমরা পুরো তথ্য দিতে তৈরি আছি।’

গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার সপ্তাহদেড়েক আগে রিভিউ পিটিশনের আপলি করে রাজ্য। আজ সেই মামলারই শুনানি রয়েছে হাইকোর্টে। এরই সঙ্গে কনফেডারেশনের আপিল করা আদালত অবমাননার মামলার শুনানিও হবে আজই। বিশেষ সূত্রে এমনই জানা যাচ্ছে।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর