হিম্মত থাকলে বাংলার সরকার ভেঙে দেখাক! নরেন্দ্র মোদীকে ওপেন চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গুলির বিরুদ্ধে অনেক আগে থেকেই সুর চড়িয়েছিলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদিকেও ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ। উত্তর পাড়ায় একটি সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ আনেন কেন্দ্রের মোদি সরকার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, তেলঙ্গানা–সহ বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যে সরকার ভাঙার চেষ্টা করছে। তাই তারা বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি, সিবিআইকে কাজে লাগাচ্ছে।

উত্তর পাড়ায় একটি সভাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, “ওই রাজ্যগুলির জনগণের ভোটে যে কোনদিন ক্ষমতায় আসতে পারবে না সেটা বিজেপি জানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝে গেছেন যে ওই রাজ্যগুলিতে বিরোধীদের কণ্ঠরোধ করতে হবে। ভয় দেখাতে হবে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। ওই সব রাজ্যের সরকারকে ভেঙে চুরমার করে দিতে হবে। বাংলার জন্য ঝাড়খণ্ডের সরকার ভাঙতে পারেনি।”

এর পাশাপাশি রীতিমতো নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে কল্যাণ বলেন, “ঝাড়খন্ডে সরকার ভাঙার চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে নীতীশ কুমারের সাথে হাত মিলিয়ে সরকার রক্ষা করেছে। বিজেপি চেষ্টা করছে পশ্চিমবঙ্গেও সরকার ভাঙার। মোদি তোমার কত হিম্মত আছে তা আমরা দেখব।”

bbbvbv 1

কল্যাণের এই চ্যালেঞ্জের পর রীতিমত আলোরণের সৃষ্টি হয়েছে। আগামী ২০২৪ সালে দেশে লোকসভা নির্বাচন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সেই ভোটে বাংলা থেকে আসন সংখ্যা হ্রাস পেলে উপযুক্ত জবাব হতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর