বাংলাহান্ট ডেস্ক : টেলিকম জগতে জিও পা রাখার পর বদলে গেছে ভারতের ইন্টারনেট মানচিত্র। যতদিন গেছে আমরা ততই নির্ভর হয়ে পড়েছি ইন্টারনেটের উপর। প্রথমদিকে জিও বিনামূল্যে ও সস্তায় ইন্টারনেট পরিষেবা প্রদান করলেও ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে রিচার্জ প্ল্যান গুলির দাম। এর ফলে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের পকেটে টান পড়তে শুরু করেছে।
সেই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ভারতের অন্যতম বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল। মাত্র ৯ টাকা রিচার্জে এয়ারটেল গ্রাহকেরা ২৮ দিনের বৈধতা সহ পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। যাদের প্রতিদিন অতিরিক্ত ইন্টারনেটের প্রয়োজন হয় তাদের জন্য এই অফারটি অত্যন্ত লাভদায়ক।
এয়ারটেল একমাত্র সংস্থা যারা জিও আসার পরেও নিজেদের দাপট বাজারে বজায় রেখেছে। জিও কে জোর টক্কর দিতে তারা প্রতিদিনই নিত্য নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। পাশাপাশি পরিষেবার উন্নতির কারণে এয়ারটেলের গ্রাহক সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এবার এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য একটি নতুন অফার নিয়ে এসেছে। মাত্র ৯ টাকার বিনিময়ে এয়ারটেল গ্রাহকেরা প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট, এসএমএস ও কলিংয়ের সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যান্টের বৈধতা হবে ২৮ দিন। তবে এই অফারটি পাওয়ার জন্য একটি ট্রিক আপনাকে অবলম্বন করতে হবে।
এই অফারটি পাওয়ার জন্য আপনাকে প্লেস্টোর থেকে Airtel Thanks অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মধ্যে আছে একটি লাকি ড্র। সেই লাকী ড্রতে অংশগ্রহণ করলে আপনি পেয়ে যেতে পারেন এই লোভনীয় অফারটি। এছাড়াও আপনার নম্বরের জন্য এই অফারটি বৈধ কিনা তা আপনি এয়ারটেল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও দেখতে পারেন।