বাংলা হান্ট ডেস্কঃ রেড রোডে (Red Road) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামাজ পড়া নিয়ে অতীতে একাধিকবার বিরোধিতা করে বিজেপি (Bharatiya Janata Party)। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের মানুষের মন জয় করার জন্যই যে এহেন কর্মকাণ্ড ঘটান, সে বিষয়ে অভিযোগ আনে তারা। সম্প্রতি, এই ইস্যুটিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করে BJP আর অবশেষে এদিন মামলাটি খারিজ করে দিলেন বিচারপতি।
উল্লেখ্য, প্রতিবছরই রেড রোডে নামাজ পড়া অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে উক্ত স্থানে নামাজ পড়তেও দেখা যায় তাঁকে। তবে এটি মুসলিমদের সন্তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রীর কৌশল বলেই অতীতে একাধিকবার অভিযোগ এনেছে গেরুয়া শিবির।
বর্তমানে সেই ইস্যুকে হাতিয়ার করেই জনস্বার্থ মামলা দায়ের করা হয় আর সেই মামলার শুনানি চলাকালীন অবশেষে এদিন বড় বয়ান দিল আদালত।
সম্প্রতি, কলকাতা হাইকোর্টে নাজিয়া ইলাহি খান নামে বিজেপি দলের এক সদস্য দ্বারা একটি মামলা দায়ের করা হয়। সেই মামলা শুনানি চলাকালীন তিনি বলেন, “মুখ্যমন্ত্রী একজন হিন্দু। তা সত্ত্বেও খোলাখুলি ভাবে নামাজ পড়ে উনি কেবলমাত্র নিজের প্রচার করতে চান।” পরবর্তীতে আদালতের হস্তক্ষেপও দাবি করেন নাজিয়া খান।
আবার অপরদিকে, রাজ্যের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, “যিনি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন, তিনি একটি রাজনৈতিক দলের সদস্য। কেবলমাত্র নিজের প্রচার করার জন্য এই মামলাটি করা হয়েছে। এর আগেও মুখ্যমন্ত্রীর জেহাদ মন্তব্য নিয়ে মামলা করার পাশাপাশি আমির খানের ‘লাল সিং চাড্ডা’ মুভি দেখানো বন্ধ করার জন্য উনি মামলা করেন। এগুলি কেবলমাত্র রাজনৈতিকভাবে প্রচারের স্বার্থে করা।”
অতীতে এই মামলায় রায়দান স্থগিত রাখলেও এদিন উভয় পক্ষের দাবি দাওয়া শোনার পর অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলাটি খারিজ করলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।