বাংলাহান্ট ডেস্ক : ১৪ টি রাজ্যকে ৭১৮৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি বাবদ প্রদান করলো কেন্দ্রীয় সরকার। ১৪ টি রাজ্যের মধ্যে সর্বোচ্চ অনুদান পেয়েছে বাংলা। কেন্দ্র সরকারের একটি তথ্য অনুযায়ী,ষষ্ঠ কিস্তির হিসাবে ১১৩২.২৫ কোটি টাকার সর্বোচ্চ অনুদান মঞ্জুর হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেরল।১০৯৭.৮৩ কোটি টাকা কেরলের জন্য মঞ্জুর করেছে কেন্দ্র।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে মঙ্গলবার প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে,২০২২-২৩ অর্থবর্ষে ষষ্ঠ কিস্তির টাকা মঞ্জুরের পর মোট ৪৩১০০.৫০ কোটি টাকার অধিক বরাদ্দ করা হয়েছে। এছাড়াও অর্থ মন্ত্রক আশ্বাস দিয়েছে চলতি আর্থিক বছরে রাজস্ব ঘাটতি বাবদ রাজ্যগুলিকে ৮৬,২০১ কোটি টাকা অনুদান দেওয়া হবে। জানা যাচ্ছে, এই অনুদান গুলি ১৫ তম অর্থ কমিশনের সুপারিশে দেওয়া হয়েছে।
সূত্রের খবর,মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা,অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গকে রাজস্ব ঘাটতি বাবদ কেন্দ্রীয় সরকার অনুদান প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সবথেকে বেশি পরিমাণ আর্থিক অনুদান পেয়েছে। অর্থমন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য বর্তমান আর্থিক বছরে মোট ৬৭৯৩.৫০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্র সংবিধানের ২৭৫ নম্বর ধারা অনুযায়ী রাজস্ব ঘাটতি অনুযায়ী রাজ্যগুলিকে অনুদান প্রদান করে থাকে। কোন রাজ্যকে কতটা পরিমাণ আর্থিক অনুদান দেওয়া হবে সেই সিদ্ধান্ত নিয়ে থাকে অর্থ কমিশন।