বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল প্রায় হারের মুখ থেকে বেঁচে নিজেদের এশিয়া কাপের ফাইনাল খেলা নিশ্চিত করেছে পাকিস্তান। যেভাবে এশিয়া কাপ ২০২২-এ নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের পর টানা হংকং, ভারত এবং গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে জিতে ফাইনাল খেলা নিশ্চিত করেছে পাকিস্তান তাতে অত্যন্ত উচ্ছ্বসিত তাদের সমর্থকরা। যেন অকাল ঈদ নেমেছে প্রতিবেশী দেশে।
কাল রোমাঞ্চকর ম্যাচের নায়ক হয়েছিলেন পাকিস্তানের নাসিম শাহ। বল হাতে তো তিনি দুর্দান্ত বোলিং করেইছিলেন, তার সাথে সাথে ব্যাট হাতে যখন সকলে ভেবেছিলেন পাকিস্তানের সমস্ত আশা শেষ তখন সম্পুর্ণ অপ্রত্যাশিতভাবে দুটি ছক্কা মেরে আফগানিস্তানের মুখের গ্রাস কেড়ে এনে দেন এই তরুণ ক্রিকেটার। অবিশ্বাস্য জয় কিছুক্ষণ হতভম্ব হয়ে থেকে পরমুহুর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা পাকিস্তান দল। দর্শকদের মধ্যেও উন্মাদনা কম ছিল না। কিন্তু এই উন্মাদনার কারণে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে পাকিস্তানের মাটিতে।
পাকিস্তানের জয় উদযাপন করতে গিয়ে বন্দুক বার করে এনেছিলেন কয়েকজন পাকিস্তানি সমর্থক। উত্তেজিত হয়ে আকাশের দিকে তাক করে বন্দুক ছুড়তে গিয়ে দুই নাগরিককে গুলি করে মারেন তারা। পেশোয়ার শহরের মাথানি আদেজাই এলাকায় এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু তারা পথেই প্রাণ ত্যাগ করেন।
এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয় পাকিস্তানের মাটিতে। গতকালই আরো বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে যার ফলে গুরুতর আহত হয়েছেন তিন মহিলা। এই ঘটনার কারণে মোট ৪১ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিমেষেই ওইসব এলাকায় অঞ্চলের আনন্দের জায়গা অধিকার করে নিয়েছে মৃত্যুর নীরবতা।
এই নিয়ে এবার সরব হয়েছেন নিহত এবং আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজনরা। শহরের বিভিন্ন অঞ্চলে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সরকারকে অভিযান শুরু করার জন্য চাপ দিচ্ছেন তারা। লাইসেন্সবিহীন অস্ত্র জমা দিতে হবে পুলিশের হেফাজতে এমনটাই দাবি করেছেন সকলে।