বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় এমন কিছু কিছু সিরিয়াল (Serial) রয়েছে যেগুলো ক্লাসিক হয়ে রয়ে গিয়েছে। অনেক বছর আগে শেষ হয়ে গেলেও এখনো পর্যন্ত দর্শকরা মনে রেখে দিয়েছেন সেসব সিরিয়াল। এই সিরিয়ালগুলির মধ্যে ‘মা’ এর নাম না করলেই নয়। অত্যন্ত জনপ্রিয় এই মেগা বহু বছর ধরে চলেছিল। এই সিরিয়ালের হাত ধরেই খ্যাতির চূড়ায় উঠেছিলেন তিথি বসু (Tithi Basu)।
পর্দার ছোট্ট ‘ঝিলিক’ এখন অনেক বড় হয়ে গিয়েছে। তাঁকে দেখলে এখন চেনাই দায়। অভিনয়ে আর তেমন দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিথি। ফটোশুট, রিল ভিডিওর মাধ্যমেই জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। তবে তাঁর বানানো ভিডিও গুলির জন্য ট্রোলও হয় অনেক। কিন্তু নেতিবাচকতার জন্য নিজেকে বদলাতে নারাজ তিথি।
সম্প্রতি তিথির একটি ভিডিও নিয়ে আবারো চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে। এক ফুড ভ্লগারের সঙ্গে নানান খাবারের স্বাদ নিতে দেখা গিয়েছে তাঁকে। কিছুদিন আগেই নিউ মার্কেটে চলছিল ‘আহারে বাহারে’ ফুড ফেস্টিভ্যাল। সেখানেই উপস্থিত ছিলেন তিথি। এক ফুড ভ্লগারের সঙ্গে ঘুরে ঘুরে খাবার টেস্ট করতে দেখা গিয়েছে তিথিকে।
মাছ থেকে শুরু করে মাটন কিংবা মিষ্টি, বাদ দেননি কিছুই। ফুড ভ্লগিং বর্তমানে অত্যন্ত ট্রেন্ডিং একটি বিষয়। বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের খাবার টেস্ট করে রিভিউ দেওয়া, এই সংক্রান্ত ভিডিও বানানোর নামই ফুড ভ্লগিং। তিথিও চেষ্টা করেছেন নতুন কিছু চেষ্টা করার। কিন্তু নিন্দুকরা সবসময় পা বাড়িয়েই থাকেন ট্রোল করার জন্য।
https://www.instagram.com/reel/CiE27RJvbQz/?igshid=YmMyMTA2M2Y=
তিথিকে ফুড ভ্লগ করতে দেখে কয়েকজনের কটাক্ষ, এখন আর কাজ পান না তিনি। তাই এইসব করছেন। বহুদিন হয়ে গেল কোনো সিরিয়ালে দেখা যায়নি তাঁকে। সোশ্যাল মিডিয়া আর পড়াশোনা নিয়েই রয়েছেন তিথি। ট্রোল, নেতিবাচকতা নিয়ে বিশেষ কিছু কখনোই বলতে শোনা যায়নি তাঁকে। ফুড ভ্লগিং করা নিয়ে সমালোচিত হয়েও পালটা কোনো মন্তব্য করেননি তিথি।