বাংলা হান্ট ডেস্কঃ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকার বার্তা এবং আজ মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আদালতের দ্বারা বেকসুর খালাস; এই দুই বিষয়ের ওপর ভর করে ইতিমধ্যেই খোশমেজাজে দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। এমনকি সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “জেলে তো মানুষ সারা জীবন থাকে না।” আর এবার তৃণমূল (Trinamool Congress) নেতার বক্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে বসলেন বিজেপির (Bharatiya Janata Party) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিলীপবাবুর দাবি, “অনেকে জেল থেকে মুক্তি পেয়ে ওপরে চলে গিয়েছেন।”
বঙ্গ রাজনীতিতে বিতর্কিত মন্তব্য এবং নিজ কর্মকাণ্ডের জন্য সর্বদাই খবরে শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। কখনো বিরোধীদের আক্রমণ করা হোক, তো কখনো আবার নিজের দলের বিরুদ্ধেই বেফাঁস মন্তব্যর দ্বারা আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাজ করে বিজেপি নেতা। এদিনও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দিলেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে জেলে হেফাজতে রয়েছেন তিনি। অবশ্য এর মাঝেই গতকাল অনুব্রতর পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনুব্রতকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে।” একইসঙ্গে এদিন মঙ্গলকোট বিস্ফোরণ মামলাতেও আদালত দ্বারা বেকসুর খালাস হন কেষ্ট। সব মিলিয়ে এদিন আত্মবিশ্বাসে ভরপুর দেখায় তৃণমূল নেতাকে।
তিনি বলেন, “আমি কোন দোষ করিনি। আগে দেখুন, কি হয়। জেলে তো মানুষ সারা জীবন থাকে না।” অনুব্রত মণ্ডলের বক্তব্যের পাল্টা হিসেবেই এদিন বিতর্কিত মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “অনেকে একাধিক আশা নিয়ে বেঁচে রয়েছে। সেভাবেই থাক। সম্প্রতি দিদি বলেছেন, উনি আছেন। তবে কতদিন আছেন, সেটা কিন্তু উল্লেখ করেননি। বর্তমানে বাংলায় যেভাবে একের পর এক মামলা ক্রমাগত উঠে আসছে, তাতে মানলার রায় বেরোতে বেরোতে জীবন পার হয়ে যাবে। বিহারে সাহাবউদ্দিনকে দেখেছি। লালু প্রসাদ রয়েছেন। অনেকেই আবার জেল থেকে মুক্তি পেয়ে ওপরে চলে গিয়েছে।” বিজেপি নেতার এহেন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একইসঙ্গে এদিন অনুব্রতর ‘আমি চোর না ডাকাত’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, “চোর বা ডাকাত কাকে বলে, সেই প্রসঙ্গে কোন ধারণা নেই। তবে এর ওপরেও যদি কোন ডিগ্রী থেকে থাকে, তাহলে সেটা অনুব্রতর পাওয়া উচিত। উনি একসময় বলেছিলেন, উনি নাকি ডন। উত্তরপ্রদেশে কিন্তু এখন অনেক ডন জেলে ঢুকে চলেছে। শেষ দিন এসে গিয়েছে।” একইসঙ্গে মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আদালতের রায় প্রসঙ্গে বিজেপি নেতার দাবি, “আইনের উপর আমাদের ভরসা রেখে চলতে হবে।”