বাংলা হান্ট ডেস্ক: জ্বালানির দামের প্রসঙ্গে এবার বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এমনিতেই অপরিশোধিত তেলের দাম কমার আবহে দেশে পেট্রোল-ডিজেলের দাম পুরোনো স্তরেই বজায় রয়েছে। এমতাবস্থায়, তেলের বর্ধিত দাম থেকে জনগণকে স্বস্তি দিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, সরকার এখন প্রতি ১৫ দিন অন্তর অপরিশোধিত তেল, পেট্রোল-ডিজেল এবং বিমান জ্বালানির (Aviation Turbine Fuel,.ATF) উপর আরোপিত নতুন কর সম্পর্কে পর্যালোচনা করবে। মূলত, আন্তর্জাতিক দামের কথা মাথায় রেখে এই পাক্ষিক কর পর্যালোচনা সম্পন্ন হবে।
ডিজেলের উপর বাড়ল Windfall Tax: জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ডিজেল এবং বিমান জ্বালানির উপর উইন্ডফল প্রফিট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া দেশীয় অপরিশোধিত তেলের ওপর কর বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছিল সরকার। এই পরিবর্তন গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। অপরিশোধিত তেলের লাগামহীন দামের মধ্যেই সরকার এই সিদ্ধান্ত নেয়। যদিও বর্তমানে অপরিশোধিত তেলের দাম বিগত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে।
“রপ্তানিকে নিরুৎসাহিত করতে চাই না”: এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, “আমরা রপ্তানিকে নিরুৎসাহিত করতে চাই না। বরং দেশীয়ভাবে প্রাপ্যতা বাড়াতে চাই। যদি তেলের সহজলভ্যতা না থাকে এবং বড় মুনাফার মাধ্যমে রপ্তানি ঘটতে থাকে, সেক্ষেত্রে কিছু অংশ দেশবাসীর জন্যও রাখা দরকার।”
টাকার মূল্যের প্রভাব সম্পর্কে সচেতন: জানিয়ে রাখি যে, অভ্যন্তরীণভাবে উৎপাদিত অপরিশোধিত তেলের প্রতি টনের ক্ষেত্রে ২৩,২৫০ টাকা করে কর নির্ধারিত হয়েছে। এই প্রসঙ্গে রাজস্ব সচিব তরুণ বাজাজ জানিয়েছেন যে, নতুন কর SEZ (Special Economic Zone) ইউনিটগুলিতেও প্রযোজ্য হবে। তবে, তাদের রপ্তানির ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
এর পাশাপাশি, টাকার পতন প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন যে, RBI এবং সরকার সর্বক্ষণ সমগ্ৰ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমদানির ক্ষেত্রে টাকার মূল্যের প্রভাব সম্পর্কে সরকার পুরোপুরি সচেতন।