উৎসবের মরশুমে সাত দিনেই বিক্রি ৬৬৪ কোটি টাকার মদ, ব্যাপক আয় রাজ্যের

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে, “মদ খাব না খাব কি? মদের মতো আছে কি!” টিনেজ থেকে বৃদ্ধ, দৈনন্দিন কাজের চাপ থেকে একটু রিলাক্স হতে সকলেরই পছন্দ সুরা। তার মধ্যে বছরের কয়েকটি বিশেষ দিনে সারাদেশেই সুরা বিক্রি রেকর্ড অংক ছুঁয়ে ফেলে। ঠিক এবার যেমনটা ঘটলো কেরলে। কেরলে মাত্র ৭ দিনে বিক্রি হয়েছে ৬৬৪ কোটি টাকার মদ! হিসাবটা চমকে দেওয়ার মতোই।

দক্ষিণের অন্যতম প্রসিদ্ধ রাজ্য কেরলে এখন চলছে ওনাম উৎসব। জানা যাচ্ছে এই উৎসব উপলক্ষে রেকর্ড হারে বৃদ্ধি হয়েছে মদের চাহিদার।Kerala State Beverages Corporation (KSBC) এর আধিকারিকরা মনে করছেন আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই উৎসবে আরো বেশি মদ বিক্রি হবে কেরল জুড়ে। সূত্রের খবর, গত বুধবার মাত্র একই দিনে ১১৮ কোটি টাকার মদ কিনেছেন কেরলবাসী । কেরলের বিভিন্ন মদের দোকানের সামনে রীতিমত ভিড় জমে যায় উৎসবের দিনগুলিতে। সূত্র বলছে, গত বছর এই উৎসবের মরশুম চলাকালীন কেরলে প্রায় ৫৬১ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল।

অন্যান্য রাজ্যের ধারা মেনেই অতিরিক্ত রাজস্ব আদায়ের উদ্দেশ্যে ২০২০ সালে কেরলে বৃদ্ধি পায় মদের দাম। কিন্তু দাম বৃদ্ধির পর মদের বিক্রি কমার থেকে উল্টে বেড়ে গেছে। অতীতের সব রেকর্ড চুরমার করে দিয়ে এই বছর ওমান উৎসবে এক সপ্তাহে কেরলে রেকর্ড মূল্যের মদ বিক্রি হয়েছে।কেরালার State Beverages Corporation (KSBC) এর সূত্র অনুযায়ী, এই এক সপ্তাহে সর্বাধিক মদ বিক্রি হয়েছে কোল্লাম, তিরুবনন্তপুরম, ত্রিশূর, চের্থালা এবং কান্নুরের এফ. এল শপ গুলি থেকে।Untitled design 2022 09 08T133456.143

উৎসবের মৌসুমে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হওয়া হাসি ফুটেছে কেরল সরকারের রাজকোষেও। উল্লেখ্য, রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে ২০২০ সালে মদের দাম ১০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পায় কেরলে। এরপরেও মদের চাহিদা কমার বদলে উল্টে বেড়ে গেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর