বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এবার সঙ্গীতশিল্পী জুবিন নটিয়ালকে (Jubin Nautiyal) গ্রেফতারের ডাক। খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করার দাবি উঠেছে নেটমাধ্যমে। ঘোরতর সঙ্কটে পড়েছেন জুবিন।
বিক্ষোভ শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রে জুবিনের শো ঘোষনার পর। ওই শোয়ের আয়োজক জয় সিংয়ের বিরুদ্ধে এক নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে। সূত্রের খবর, চণ্ডীগড় পুলিসের ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ এর তালিকায় রয়েছেন জয় সিং। তাঁর বিরুদ্ধে মাদক পাচার এবং ভিডিও প্রতারণার অভিযোগ রয়েছে। গত ৩০ বছর ধরে নাকি গা ঢাকা দিয়ে রয়েছেন জয় সিং।
পঞ্জাবের বাসিন্দা জয় সিং এখন মার্কিন মুলুকে ঘাটি গেঁড়েছেন বলে খবর। সূত্রের খবর, পঞ্জাবের এক নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের সদস্য জয়। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার গুরুদ্বারার খালিস্তানিদেরও নাকি সাহায্য করেন তিনি। সেই জয়ই জুবিনের আমেরিকার শোয়ের আয়োজন করছেন।
Jubin Nautiyal is the latest Bollywood guy having links with ISI & Khalistani agents. The organiser of his US concert turns is a Khalistani criminal, Jai Singh absconding for 30 yrs
Rehan Siddiqui, an ISI agent, is heaping praises on Jubin. That's why #BoycottbollywoodCompletely
— MJ (@MJ_007Club) September 10, 2022
শোয়ের ঘোষনা হতেই নেটমাধ্যমে বিদ্বেষের শিকার হয়েছেন জুবিন। এই শো দেশের পক্ষে অসম্মানজনক হবে বলে দাবি নেটনাগরিকদের। টুইটারে হ্যাশট্যাগ ‘অ্যারেস্ট জুবিন নটিয়াল’ ট্রেন্ডও শুরু হয়েছে। সেই সঙ্গে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে।
Jubin nautiyal ko arrest karna hi hoga#ArrestJubinNautiyal pic.twitter.com/n60Qc6XAgU
— Pragya patel (@Pragya563) September 9, 2022
This is completely a shame on jubin nautiyal. He need to arrest immediately #ArrestJubinNautiyal pic.twitter.com/sOl3wjNVnm
— Sharath (@Sharathpalle94) September 9, 2022
কিছুদিন আগে অরিজিৎ সিংকেও একই কারণে বয়কটের মুখে পড়তে হয়েছিল। জয় সিংয়ের সঙ্গে তাঁরও ছবি ভাইরাল হওয়ায় অরিজিতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন নেটনাগরিকরা। ২০১৯ সালের জানুয়ারি মাসে জয় সিংয়ের সঙ্গে একটি ছবি তুলেছিলেন অরিজিৎ। মার্কিন মুলুকে জয়ের আয়োজিত একটি শোতে পারফর্ম করার কথাও ছিল তাঁর। সেই ছবি আবার ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।