নতুন তৃণমূলে কি পুরানোদের স্থান হবে? উত্তরবঙ্গ সফরে পৌঁছে দলীয় অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ মাঝে দু মাসের ব্যবধান! গতবার ১২ ই জুলাই উত্তরবঙ্গের ধুপগুড়ির একটি সভা থেকে ‘নতুন তৃণমূল’ প্রসঙ্গে প্রথমবারের মতো মন্তব্য প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee); যা নিয়ে পরবর্তী সময় একের পর এক জল্পনা সৃষ্টি হতে থাকে। এর ঠিক দুই মাস পর আজ ফের একবার উত্তরবঙ্গ সফরে গিয়ে নতুন তৃণমূল প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক।

এদিন আলিপুরদুয়ারে একটি দলীয় সভায় যোগদান করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “নতুন তৃণমূল মানে সেই দলে যে পুরনোরা জায়গা পাবে না, তা একদম নয়। নতুন ও পুরনো সকলেই থাকবেন।” একই সঙ্গে তিনি বলেন, “২০১১ সালে সিপিএমকে হারাতে আমরা সকলে মিলে যেমন লড়াই করেছিলাম, ঠিক তেমনভাবেই আমাদের ফের একবার ময়দানে নামতে হবে। এক্ষেত্রে পুরানো ব্রাত্য নয়।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ‘নতুন তৃণমূল’ প্রসঙ্গে একের পর এক বিতর্কের সৃষ্টি হয়ে চলেছে। গত জুলাই মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরেই কলকাতা জুড়ে ‘নতুন তৃণমূল’ বিষয়ক একটি পোস্টার ঘিরে বিতর্ক বহুগুনে বৃদ্ধি পায়। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস দলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বনম অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি পৃথক দল তৈরি হয়ে গিয়েছে বলে আক্রমণ করতে থাকে বিরোধী দলগুলি।

তবে এদিন সকল জল্পনার অবসান ঘটিয়ে অভিষেক বলেন, “গতবার ১২ ই জুলাই নতুন তৃণমূলের প্রসঙ্গ সামনে এনেছিলাম। তা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এক্ষেত্রে নতুন তৃণমূল মানে মানুষ যেরকম চায়, সেরকম দল তৈরি।”

এ প্রসঙ্গে অতীতেও একাধিকবার এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

কয়লা পাচার মামলায় ইডি দফতর থেকে বেরোনোর মুহূর্তে ‘নয়া তৃণমূল’ প্রসঙ্গে মতপ্রকাশ করেন অভিষেক। তিনি বলেন, “আমি ধুপগুড়ির সভা থেকে এখনও পর্যন্ত একটাই কথা বলে আসছি যে, মানুষ বর্তমানে যেভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চাইছেন, সেই ভাবে তুলে ধরাই আমাদের দায়িত্ব। আগামী ৬ মাসের মধ্যে সেই নতুন তৃণমূল আপনারা সবাই দেখতে পারবেন। নতুন তৃণমূল বলতে নতুন কিছু নয়, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলকে তৈরি করেছিলেন, সেটাকে ফেরাতেই আমরা তৎপর। ২০১১ সালে মানুষ যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল, যে দল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ন্যায় সিপিএমকে বাংলার বুক থেকে সরিয়েছিল, আমরা সেই তৃণমূলের কথা বলেছি। যে তৃণমূল মানুষের জন্য কাজ করে, কখনোই আত্মসমর্পণ করে না, সেই তৃণমূলের কথাই তুলে ধরা হয়েছে।”

Abhishek Banerjee ANI 1630844248147 1630844259066

সম্প্রতি দলীয় কর্মিসভা থেকে অভিষেক বলেন, “তৃণমূল কংগ্রেস দলে আমাদের মধ্যে কোনো লবি নেই। আমাদের দলে একজন নেত্রী এবং তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।”


Sayan Das

সম্পর্কিত খবর