বাংলাহান্ট ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বলিউড। ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের খরা, খারাপ সময়ে ব্যবসার হাল ফেরাবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বাস্তবের জুটিকে পর্দায় কেমন লাগে তা দেখার জন্য বিগত পাঁচ বছর ধরে অপেক্ষায় ছিলেন দর্শকরা। তাই প্রথম দিনে দর্শক উপচে পড়েছিল প্রেক্ষাগৃহে।
ধামাকাদার শুরু হয়েছে ব্রহ্মাস্ত্রর। প্রথম দিনেই ৭৫ কোটি টাকার ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছেন নির্মাতারা। ব্রহ্মাস্ত্র অনেকদিনের পরিশ্রমের ফসল। এই ছবির উপরেই নির্ভর করে রয়েছে বলিউডের ভাগ্য। গত ৯ সেপ্টেম্বর যুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র। আর প্রথম দিনের দুর্দান্ত শুরুর পর দ্বিতীয় দিনেও মান রাখল এ ছবি।
শনিবার প্রায় ৪১-৪৩ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র।শুক্রবারের তুলনায় শনিবার ২০ শতাংশ বেড়েছে টিকিট বিক্রি। শনিবার হিন্দি সংষ্করণে উঠেছে আনুমানিক ৩৭.৫০ কোটি টাকা। দুদিন মিলিয়ে ব্রহ্মাস্ত্রর হিন্দি সংগ্রহ দাঁড়িয়ে রয়েছে ৬৯.৫০ কোটি টাকায়। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম সপ্তাহান্তে ব্রহ্মাস্ত্রর হিন্দি সংষ্করণ আনুমানিক ১১০ কোটি টাকা তুলতে পারে।
তেলুগু সংষ্করণ দ্বিতীয় দিনে ৪ কোটি থেকে ৩ কোটিতে নেমে এসেছে। কিন্তু তামিল সংষ্করণে ব্যবসা বেড়েছে ৫০ শতাংশ। প্রথম দিনে হিন্দি সংষ্করণে মোট ৩১.৫-৩২ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র। সেই সঙ্গে সাড়ে চার কোটি টাকা তুলেছে অন্যান্য ভাষায়, যা কোনো হিন্দি ছবির ক্ষেত্রে এই প্রথম।
সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে সাড়ে ৩৬ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র। কোনো অরিজিনাল হিন্দি ছবির নন হলিডে রিলিজের ইতিহাসে এই অঙ্ক প্রথম। দুদিনে ব্রহ্মাস্ত্রর মোট আয় প্রায় ৭৯ কোটি টাকা। সকালের শো গুলিতে ১০০ র-ও বেশি দর্শক থাকছে প্রেক্ষাগৃহে। বিগত এক বছরে এ দৃশ্য ভুলতেই বসেছিল বলিউড। বরং দর্শকের অভাবে সকালের শো গুলি বন্ধই হয়ে গিয়েছিল একাধিক ছবির। ব্রহ্মাস্ত্র ফিরিয়ে আনল বলিউডের সুদিন।
সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্বের ব্যবসার অঙ্ক শেয়ার করেছেন অয়ন। প্রথম দিনে বিশ্ব বাজারে ৭৫ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র। তিনি লিখেছেন, ‘কৃতজ্ঞতা, উত্তেজনা, আশা। যে যেখানেই ব্রহ্মাস্ত্রর অভিজ্ঞতা নিতে গিয়েছেন সকলকে ধন্যবাদ। আমাদের ছবি দেখার সংষ্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন। আগামী দিনগুলোর দিকে আশা নিয়ে তাকিয়ে।’ মনে করা হচ্ছে, ভারতীয় বক্স অফিসে প্রথম সপ্তাহান্তে প্রায় ১২০ কোটি টাকার ব্যবসা করতে পারে ব্রহ্মাস্ত্র।