বাংলা হান্ট ডেস্ক: বাংলায় মদ্যপানের ক্ষেত্রে সুরাপ্রেমীদের একের পর এক রেকর্ড আমরা আগেই দেখেছি। যে কোনো উৎসবের আবহে কিংবা কোনো বিশেষ দিনে কোটি কোটি টাকার মদ বিক্রির পরিসংখ্যানও সামনে এসেছে রাজ্যে। তবে, এবার সুরাপ্রেমীদের জন্য মিলল এক দারুণ খবর। জানা গিয়েছে, এবার ঝাঁ চকচকে শপিংমল থেকেই মদ কিনতে পারবেন কলকাতাবাসী। অর্থাৎ, শুধুমাত্র মদের শপিংমল (Alcohol Shopping Mall) তৈরি হচ্ছে কলকাতায় (Kolkata)। খবর অনুযায়ী, শহরের কেন্দ্রস্থলেই থাকবে ওই বিশেষ শপিংমলটি।
জানা গিয়েছে, আগামী বছরের দুর্গাপুজোর মধ্যেই শুরু হয়ে যেতে পারে ওই শপিংমল। পাশাপাশি, পূর্ব ভারতের প্রথম মদের শপিংমলের তকমাও পাবে নতুন এই উদ্যোগ। ইতিমধ্যেই একটি বেসরকারি সংস্থা পার্ক সার্কাস সংলগ্ন এজেসি বোস রোডের উপরে এই শপিংমল খোলার প্রস্তুতি শুরু করেছে। এদিকে, জানিয়ে রাখি যে, পূর্ব ভারতে এহেন উদ্যোগ প্রথমবার নেওয়া হলেও ব্যাঙ্গালোরে রয়েছে শুধুমাত্র মদের শপিংমল।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বাংলার মদের নাম পাল্টে যাওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি, পুজোর আগে দেশি মদের দামও বাড়ানো হচ্ছে। এই প্রসঙ্গে জানা গিয়েছে যে, হুইস্কি তৈরিতে যে ধরণের স্পিরিট মেশানো হয়, এবার দেশি মদ তৈরিতেও ওই একই মানের স্পিরিট মেশানো হচ্ছে। আর তার ফলেই দাম বাড়ছে। সর্বোপরি, দাম বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হয়েছে জেলাগুলিতে। আবগারি দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই দেশি মদের দাম বাড়তে পারে প্রায় ২০ শতাংশ। এছাড়াও, প্রায় ৭-১০ শতাংশ হারে দাম বাড়তে পারে বিদেশি মদেরও।
এদিকে, নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, সম্প্রতি আবগারি বিধিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। যার ফলে রাজ্যে শুধুমাত্র মদের শপিংমল খোলা সম্ভব হচ্ছে। যদিও, মদ বিক্রি সংক্রান্ত যাবতীয় বিধি নিষেধ বহাল থাকবে এই শপিংমলেও।
উল্লেখ্য যে, সুরাপ্রেমীদের জন্য রাজ্যে ডিপার্টমেন্টাল স্টোর, খুচরো মদের দোকান, অন শপ কিংবা অফ শপের ব্যবস্থা রয়েছে। যদিও, মদের শপিংমলের মত বিষয়টি ছিল না। তবে, এবার আস্ত একটি শপিংমল ঘুরে নিজেদের পছন্দমত ওয়াইন, ভদকা, হুইস্কি, রাম কিংবা বিয়ার কিনতে পারবেন গ্রাহকেরা। পাশাপাশি, শপিংমলে বসেই থাকছে সুরাপানের ব্যবস্থাও।