বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান ২৮ শে আগস্ট গ্রূপপর্বে এবং তারপর ৪ ঠা সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল। প্রথম ম্যাচে রোহিত শর্মারা দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে বাজি পাল্টে দিয়েছিল পাকিস্তান। তবে দুটি ম্যাচেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মানুষের ঢল নেমেছিল।
দুই দেশের প্রচুর সংখ্যক ভক্তরা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কিন্তু সম্প্রতি সুপার ফোরের ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে বড়সড় মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।<span;>প্রাক্তন তারকা অলরাউন্ডার একটি টিভি চ্যানেলে কথা বলার সময় বলেছিলেন যে এই ম্যাচের সময় তাঁর ছোট মেয়ের হাতে তেরঙ্গা ছিল।
একটি বিশেষ শো চলাকালীন সঞ্চালক তাকে জিজ্ঞাসা করেন যে ভারত-পাকিস্তান ম্যাচে বেশিরভাগ ভক্তই কি ভারতের ছিল। এ বিষয়ে আফ্রিদি বলেন, ‘হ্যাঁ, আমি এটা শুনেছিলাম। আমার পরিবার সেখানে উপস্থিত ছিল। আমার স্ত্রী আমাকে বলছিলেন যে এখানে মাত্র ১০ শতাংশ পাকিস্তানি ভক্ত উপস্থিত বাকি সকলেই ভারতীয়।
এরপর আফ্রিদি জানান, ‘ ভারতীয়দের আধিক্য গ্যালারিতে এত বেশি ছিল এমনকি পাকিস্তানের পতাকাও সেখানে পাওয়া যায়নি। তাই তার ছোট মেয়ে একসময় হাতে ভারতের পতাকা তুলে ধরেছিল।’ আফ্রিদি হেসে বলেছিলেন যে তার কাছে এটির একটি ভিডিও রয়েছে তবে তিনি বিতর্ক এড়াতে এটি টুইট করছেন না।
এর আগে আফ্রিদি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে নানান রকম বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন। বহুবার এমন হয়েছে যে তিনি ভারতীয় ভক্তদের রোষের শিকার হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তার এই মন্তব্য এবং তার মেয়ের এই কীর্তিকলাপের খবর শুনে উচ্ছসিত ভারতীয় নেটিজেনরা।