বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগে পর্যন্তও বয়কটের ডাকে কান পাতা দায় হয়ে দাঁড়িয়েছিল নেটপাড়ায়। কিন্তু এখন সেসব ধামাচাপা পড়ে গিয়েছে। যাবতীয় নজর গিয়ে পড়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) উপরে। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। আর প্রথম দিন থেকেই দুর্দান্ত ব্যবসা করে চমকে দিয়েছে ব্রহ্মাস্ত্র।
প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে ব্রহ্মাস্ত্রর হিন্দি সংগ্রহ দাঁড়িয়ে রয়েছে ৬৯.৫০ কোটি টাকায়। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম সপ্তাহান্তে ব্রহ্মাস্ত্রর হিন্দি সংষ্করণ আনুমানিক ১১০ কোটি টাকা তুলতে পারে। দুদিনে ব্রহ্মাস্ত্রর মোট আয় প্রায় ৭৯ কোটি টাকা। সকালের শো গুলি নাকি হাউজফুল যাচ্ছে।
সত্যিই কি তাই? হাউজফুলের বদলে ফাঁকা প্রেক্ষাগৃহ, অনলাইন অ্যাপগুলিতে বিক্রি না হওয়া টিকিটের প্রাচুর্য কিন্তু অন্য কথা বলছে। সোশ্যাল মিডিয়ায় ফাঁকা প্রেক্ষাগৃহের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি হল ফেরত দর্শকদের ব্রহ্মাস্ত্র সম্পর্কে আসল রিভিউয়ের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অনলাইন অ্যাপেও বিক্রি না হওয়া টিকিট পড়ে রয়েছে। তবে কি ব্রহ্মাস্ত্রর চমকপ্রদ বক্স অফিস সংগ্রহ নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছেন প্রযোজক করন জোহর?
https://twitter.com/_ensine/status/1568838083508043778?t=UjC-IlJUOUcLXwZGTcQYBA&s=19
https://twitter.com/_Hindutva_bot/status/1568784133165563904?t=GwSaEOQrTozLfQD7NnOONg&s=19
সম্প্রতি কঙ্গনা রানাওয়াতও তোপ দেগেছেন ব্রহ্মাস্ত্র নির্মাতাদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি টুইট শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে দাবি করা হয়েছে, একাধিক ট্রেড অ্যানালিস্ট ব্রহ্মাস্ত্রর বক্স অফিস সংগ্রহের ব্যাপারে কোনো কথা বলছেন না। আর যারা ভুয়ো বক্স অফিস কালেকশনের তথ্য নিয়ে সুর চড়াচ্ছেন তাদের মগজ ধোলাই করা হয়েছে। ৬০-৭০ শতাংশ অঙ্ক ভুয়ো বলা হয়েছে।
#brahmastraboxoffice #Brahmastra #BrahmashtraReview https://t.co/a0Q0jAtgvU
— Elon Musk (@Musk0999Elon) September 11, 2022
https://twitter.com/VanditJ13816656/status/1568787587728547840?t=pGmsg_sx9tUseYwVjCQQvg&s=19
প্রসঙ্গত, শনিবার প্রায় ৪১-৪৩ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র। শুক্রবারের তুলনায় শনিবার ২০ শতাংশ বেড়েছে টিকিট বিক্রি। শনিবার হিন্দি সংষ্করণে উঠেছে আনুমানিক ৩৭.৫০ কোটি টাকা। দুদিন মিলিয়ে ব্রহ্মাস্ত্রর হিন্দি সংগ্রহ দাঁড়িয়ে রয়েছে ৬৯.৫০ কোটি টাকায়। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম সপ্তাহান্তে ব্রহ্মাস্ত্রর হিন্দি সংষ্করণ আনুমানিক ১১০ কোটি টাকা তুলতে পারে।
তেলুগু সংষ্করণ দ্বিতীয় দিনে ৪ কোটি থেকে ৩ কোটিতে নেমে এসেছে। কিন্তু তামিল সংষ্করণে ব্যবসা বেড়েছে ৫০ শতাংশ। প্রথম দিনে হিন্দি সংষ্করণে মোট ৩১.৫-৩২ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র। সেই সঙ্গে সাড়ে চার কোটি টাকা তুলেছে অন্যান্য ভাষায়, যা কোনো হিন্দি ছবির ক্ষেত্রে এই প্রথম।
সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে প্রথম দিনে সাড়ে ৩৬ কোটি টাকা তুলেছে ব্রহ্মাস্ত্র। কোনো অরিজিনাল হিন্দি ছবির নন হলিডে রিলিজের ইতিহাসে এই অঙ্ক প্রথম। দুদিনে ব্রহ্মাস্ত্রর মোট আয় প্রায় ৭৯ কোটি টাকা।