বাংলাহান্ট ডেস্ক : প্রথমে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং পরে গরুপাচারকাণ্ডে (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গ্রেফতারির পর বেশ বেসামাল শাসক দল। বিরোধীরা আক্রমণের তেজ বাড়াচ্ছে দিন প্রতি দিন। বিগত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সভার মঞ্চ থেকে আবারও গ্রেফতারির আশঙ্কা শোনা যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বিরোধীদের জবাব দিতে কড়া ভাষায় পাল্টা আক্রমণও করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরই মধ্যে এবার বিজেপির নিশানায় অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদের চশমার দাম উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া বিরোধী দলের।
সম্প্রতি, বিজেপি নেতা রথীন্দ্র বোস নিজের ফেসবুক পোস্টে অভিষেক বন্দোপাধ্যায় এবং তিনি যে চশমা ব্যবহার করেন তার একটি ছবি শেয়ার করেন। সেই পোস্টে দেখা যাচ্ছে অভিষেকের সেই চশমার দাম ৮৬ হাজার ৬০০ টাকা। বিজেপি নেতা পোস্টে লেখেন, ”চুপ! আমি রাজনীতিতে না থাকলে জীভটা টেনে ছিঁড়ে দিতাম। শুধু ষড়যন্ত্র, শুধু চক্রান্ত। আমার গায়ে কালি ছেটালে আমি আলকাতরা ছেটাবো। শুধু কুৎসা করে। হয়তো উনি বলবেন, ‘এই তোদের ৫০০ টাকা ভিক্ষা দিচ্ছি না। আবার কি চাই? যতই দাও, ততই চাই, পোষায় আর না!’
শুধু একটাই প্রশ্ন – তোমার চোখ এতো দামী যে ৮৬০০০ টাকার চশমা পড়তে হয়? আর ওই চাকরি না পাওয়া বেকার যুবক যুবতীদের প্রাণ, তাদের জীবন ও পরিবার দামী নয়?’
প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই কয়লাপাচার কাণ্ডে ইডির নোটিশে কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেক বন্দোপাধ্যায়। একইসঙ্গে তৃণমূল সাংসদের শ্যালিকা মেনকা গম্ভীরকেও দিল্লিতে ডেকে পাঠানো হয়। ইডির তলবকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা। এরপর উচ্চ আদালত নির্দেশ দেয় দিল্লিতে নয় অভিষেক শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে।
শনিবার রাতে ব্যাংকক যাওয়ার পথে মেনকা গম্ভীরকে কলকাতা বিমানবন্দরে বাধা দেওয়া হয়। অভিবাসন দফতর থেকে জানানো হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) নাকি তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। প্রায় আড়াই ঘণ্টা অভিষেকের শ্যালিকাকে বসিয়ে রাখা হয়। পরে ইডির আধিকারিকরা এসে তাঁকে হাজিরার নোটিশ ধরান। সেই নোটিসেই রাত সাড়ে বারোটায় সিজিও কমপ্লেক্সে হাজিরার কথা বলা হয়।