বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলা থেকে বহুদিন ধরেই জমি জালিয়াতির অভিযোগ আসতে থাকে। দলিল জাল করার মাধ্যমে সাধারণ গরিব মানুষদের কাছ থেকে জমি আত্মসাৎ করে চলেছিল অভিযুক্তরা আর এবার সেই ঘটনার তদন্ত করতে গিয়েই স্থানীয়দের হাতে বেধরক মারধর খেলেন আইনের রক্ষকরা।
ঘটনার কেন্দ্রস্থল দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলার গৌড়দহ এলাকা। গতকাল জমি জালিয়াতির অভিযোগে এলাকায় ঢোকা মাত্রই গ্রামবাসীর হাতে আক্রান্ত হন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ কর্মীরা। কিল, চড়, ঘুষি কোন কিছুই গেল না বাদ। পরবর্তীতে তাদের গাড়িতে ভাঙচুর পর্যন্ত চালানো হয়। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
অভিযোগ কি? দক্ষিণ ২৪ পরগনা জেলার গৌড়দহ এলাকায় দলিল জাল করার মাধ্যমে সাধারণ গরিব মানুষদের কাজ হতে জমি আত্মসাৎ করার অভিযোগ সামনে আসতে থাকে।
সূত্রের খবর, এই ঘটনায় সম্প্রতি সুব্রত মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়ি থেকে একাধিক জাল দলিলও মেলে এবং পরবর্তীতে সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে শুরু করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
তবে এর মাঝেই গতকাল ইবি আধিকারিকদের এলাকায় পৌঁছে যাওয়ার পরই ঘটে বিপত্তি। গৌরদহ এলাকায় পৌঁছতেই স্থানীয়দের হাতে বেধড়ক মারধর খান পুলিশ কর্মীরা। চড়, কিল এবং ঘুসি কোন কিছুই বাদ যায়নি। এ ঘটনায় ৬ জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। পরবর্তীতে স্থানীয় থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।