বাংলা হান্ট ডেস্কঃ ‘ওর বয়স হয়েছে, মাথার ঠিক নেই’, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ সৌগত রায় (Sougata Roy) এদিন ঠিক এহেন ভাষাতেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আবার অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) টেনে দিলীপবাবুকে পাল্টা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সব মিলিয়ে শাসক বনাম বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।
কোন প্রসঙ্গে এই দ্বন্দ্ব? সম্প্রতি, বাগুইআটি জোড়া খুন কাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। পুলিশ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে বিরোধী দলগুলি। এর মাঝেই উক্ত কাণ্ডে মৃত কিশোর অতনু দে মাদকাসক্ত ছিল বলে দাবি করেন সৌগত রায় আর তা থেকেই শুরু হয়েছে বিতর্ক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। ‘বিরোধীদের চামড়া দিয়ে জুতো বানানো’ মন্তব্য থেকে শুরু করে ‘আমাদের ছেলেরা বুঝে নেবে’; একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে সরগরম রাজনীতি।
সেই ধারা বজায় রেখে এদিন তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, “বাগুইআটি কাণ্ডে মৃত অতনু দে মাদকাসক্ত ছিল। বাইক কেনার জন্য ৫০০০০ টাকা ছিল অতনুর কাছে।” তবে ওই বিশাল পরিমাণ টাকা কোথা থেকে পেয়েছিল সে? প্রশ্ন তোলেন সৌগতবাবু; যা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
এই প্রসঙ্গে এদিন মৃত অতনুর বাবা বলেন, “অতনু নেশা করতো কিংবা ওর কাছে প্রচুর টাকা ছিল, সেই প্রসঙ্গে কোন খবর অন্তত আমার কাছে নেই। ছেলেকে হাত খরচের জন্য বেশি টাকা দেওয়ার সামর্থ্য ছিল না আমার। এমনকি ওর কাছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না। উনি (সৌগত রায়) কেন এই কথা বললেন, তা বলতে পারব না।”
এরপরেই তৃণমূল সাংসদের মন্তব্যের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, “ছেলেটিকে কি উনি মাদকের জোগান দিতেন? আসলে সৌগতবাবুর বয়স হয়েছে, সেই কারণে ভুলভাল কথা বলে চলেছে। ওর উচিত, রাঁচী থেকে কয়েকদিন ঘুরে আসা। ৭২ পার হলে মানুষের যে অবস্থা হয়, সেটাই হয়েছে ওর। মাথার ঠিক নেই।”
দিলীপ ঘোষের এহেন মন্তব্যের ফলে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে বিজেপি নেতাকে পাল্টা কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “নরেন্দ্র মোদী আগামী ১৭ তারিখ ৭৩-এ পা দিতে চলেছেন। তাই দিলীপ ঘোষ আসলে প্রধানমন্ত্রীর বাহাত্তুরে অবস্থা হয়েছে বলেই বোঝাতে চেয়েছেন। ওর রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত।”