SSC কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! পার্থ-ঘনিষ্ঠ মোনালিসার ভাইয়ের নামে বিপুল জমির সন্ধান পেলো CBI

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্তের জাল ক্রমশ গোটানোর পথে তদন্তকারী সংস্থা। সম্প্রতি, এই মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আর এবার পার্থ ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাসের (Monalisa Das) ভাইয়ের সম্পত্তি উঠে এলো সিবিআইয়ের (CBI) নজরে।

উল্লেখ্য, সম্প্রতি এসএসসি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। এরপর থেকেই এসএসসি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে।

সম্প্রতি, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটির অধিক নগদ অর্থ, একাধিক সোনা গয়না এবং মোবাইল ফোন উদ্ধার করে তদন্তকারী অফিসাররা। আদালতের নির্দেশে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন পার্থ-অর্পিতা। এর মাঝেই এবার পার্থ ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাসের ভাই মানস দাসের নামে একাধিক জমি খুঁজে পেল সিবিআই।

উল্লেখ্য, এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর থেকে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা দাসের নাম ক্রমশ খবরের শিরোনামে উঠে আসে আর এবার মোনালিসার বড় ভাই মানস দাসের নামে একাধিক সম্পত্তির খোঁজ পেল তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যেই বাংলার মোট পাঁচটি জায়গায় একাধিক জমির সন্ধান পাওয়া গিয়েছে। এগুলি হলো রানাঘাট দুই ব্লক অন্তর্গত আনুলিয়া, পায়রাডাঙ্গা, শ্যামনগর, বৈদ্যপুর ১ এবং ২।

সিবিআই সূত্রের খবর, গত সপ্তাহ থেকেই মোনালিসার ভাইয়ের সম্পত্তি উঠে আসে তদন্তকারী অফিসারদের নজরে। এক্ষেত্রে গত মঙ্গলবার রানাঘাটের একটি রেজিস্ট্রি অফিসে তল্লাশি চালানোর পাশাপাশি পরবর্তীতে রানাঘাট এডিএসআর এবং ভূমি রাজস্ব অফিসে হানা দেয় তদন্তকারী অফিসাররা এবং এরপরই বেশ কিছু নথি উদ্ধার করে তারা।

Untitled design 2022 08 25T163517.320 1

সেই নথি দেখেই ইতিমধ্যে মানসের নামে বিপুল পরিমাণ জমির সন্ধান পেলো CBI। এক্ষেত্রে এ সকল সম্পত্তির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসির যোগসূত্র রয়েছে বলে অনুমান তাদের। অতীতেও মোনালিসা দাসের যোগসূত্র প্রসঙ্গে একাধিক জল্পনা উঠতে শুরু করে আর এবার তার ভাইয়ের নামে জমির খোঁজ ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে সর্বত্র।

Sayan Das

সম্পর্কিত খবর