RBI-র নির্দেশের পর কালই এই ব্যাঙ্ক বন্ধ হতে চলেছে, টাকা তোলার শেষ তারিখ আজ

বাংলাহান্ট ডেস্ক : শিগগিরই আরেকটি ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম না মানার জন্য এই ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাংকের নাম রুপি কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড। এই ব্যাঙ্কের গ্রাহকদের হাতে আর একদিন সময় আছে। আগামীকালের পরে গ্রাহকরা ব্যাঙ্কে জমা করা টাকা তুলতে পারবেন না।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 10 অগাস্ট একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছিল যে পুনের রূপী সহকারী ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স উক্ত তারিখ থেকে ছয় সপ্তাহ পরে বাতিল করা হবে। এরপর বন্ধ হয়ে যাবে ব্যাংকের সব শাখা। এই সময়সীমা 22 সেপ্টেম্বর 2022-এ শেষ হতে চলেছে৷ এমতাবস্থায়, এই তারিখের পরে ব্যাঙ্কের গ্রাহকরা তাদের টাকা তুলতে পারবেন না।

ব্যাঙ্কের খারাপ আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবং আরবিআই-এর নির্দেশ না মেনে চলার কারণে পুনে ভিত্তিক কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আরবিআই-এর মতে, ব্যাঙ্কের কাছে কোনও মূলধন অবশিষ্ট নেই। তার আয়ের কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে RBI এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

যে সমস্ত গ্রাহকরা ব্যাঙ্কে টাকা জমা করেছেন তাদের 5 লক্ষ টাকা জমার উপর বীমা কভার দেওয়া হবে। এই বীমাটি আমানত বীমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) দ্বারা সরবরাহ করা হচ্ছে। ডিআইসিজিসি হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি সাবসিডিয়ারি, যা সমবায় ব্যাঙ্কগুলির গ্রাহকদের আর্থিক নিরাপত্তা প্রদান করে। এই পরিস্থিতিতে, গ্রাহকরা 5 লক্ষ টাকা জমার উপর বীমা দাবির অধীনে টাকা ফেরত পাবেন। কিন্তু যেসব গ্রাহকরা 5 লাখ টাকার বেশি ব্যাংকে জমা রেখেছেন তারা পুরো টাকা ফেরত পাবেন না। তাদের সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর